প্রায় আট বছর ধরে বেশ কয়েকজন যুবক-যুবতী ও ছাত্র-ছাত্রীদের ভাবনা অবাক করেছে সকলকে। শুধু তাই নয়, আলোর উৎসবে নতুন করে উৎসবের মেজাজে ভাসে আপামর সাধারণ মানুষ। বাজি ফাটিয়ে নয়, পরিবেশ সচেতনতায় ফানুস উড়িয়ে আলোর উৎসব দীপাবলিকে আনন্দে পালন করে সকলে। ২০১৭ সাল থেকে প্রতিবছর ফানুস উৎসবের আয়োজন করে আসছে একদল যুবক-যুবতী। ওদের মধ্যে কেউ চাকরি করে, কেউ ব্যবসা, কেউ আবার স্কুলে পড়াশোনা করে।
advertisement
তবে দীর্ঘ প্রায় আট বছর ধরে শব্দবাজি ও আতশবাজির বিপক্ষে ফানুস উৎসবের আয়োজন করে সাধারণ মানুষকে সচেতন করছে তারা। পশ্চিম মেদিনীপুরের বেলদার বেশ কয়েকজন যুবক-যুবতী ও ছাত্র-ছাত্রী মিলে তৈরি করেছে ‘চলো পাল্টাই কমিউনিটি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থার উদ্যোগে সারা বছর একাধিক কর্মসূচির পাশাপাশি কালীপুজোর আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীতে ফানুস ফেস্টিভ্যালের আয়োজন করেন তারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যেখানে বেশ কয়েক হাজার ফানুস তারা সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করেন। শুধু তাই নয়, গোটা মাঠ জুড়ে সেই ফানুস উড়িয়েছেন সকলে। এছাড়াও ছিল সাংস্কৃতিক আয়োজন। পরিবেশ দূষণ রোধে এমন অভিনব আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সকলে। শুধু উৎসবের মেজাজ নয়, বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে পরিবেশ ভাবনার ও সচেতনতার।