মধ্যমগ্রাম থানার তরফে তদন্তভার গ্রহণের আগে টিআই প্যারেডের আবেদন জানানো হবে বলেই জানা গিয়েছে। কীভাবে হবে এই টিআই প্যারেড! তদন্তকারী সূত্রে জানা গিয়েছে মূলত দু’টি অংশে করা হতে পারে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড অর্থাৎ টিআই প্যারেড।
আরও পড়ুন: দিনরাত গা চুলকিয়ে চামড়া উঠে যাচ্ছে? কোন ভিটামিনের অভাবে সারাদিন গা চুলকায় জানেন? সাবধান!
advertisement
প্রথমটি হতে পারে পার্সোনাল আইডেন্টিফিকেশন প্যারেড। সেক্ষেত্রে অভিযুক্তদের চিহ্নিত করার জন্য সাক্ষীদের সামনে একই ধরনের দেখতে অন্যান্য মহিলাদের দাঁড় করানো হবে। সেখান থেকেই অভিযুক্তদের চিহ্নিত করবেন সাক্ষীরা। অপরটি করা হতে পারে, মেটারিয়াল আইডেন্টিফিকেশন প্যারেড।
যেখানে ঘটনায় ব্যবহৃত ট্রলিটিকে একই পদ্ধতিতে অনেকগুলি ট্রলির সঙ্গে রেখে চিহ্নিত করাতে হবে সাক্ষীদের। টিআই প্যারেড সম্পন্ন হলে, মধ্যমগ্রাম থানার পুলিশ আদালতে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের পরবর্তী ধাপ শুরু করতে পারে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার জেলা পুলিশ তদন্তভার হাতে নিয়ে আরও কী তথ্য সামনে তুলে নিয়ে আসে।
Rudra Narayan Roy