তৃণমূল সূত্রের খবর, এই প্রতিনিধি দলে থাকছেন আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়। যদিও বিজেপির টিকিটে আসানসোলের সাংসদ হয়েছিলেন বাবুল। বর্তমানে তিনি শিবির বদলে তৃণমূলে। অন্যদিকে, আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা আরও এক নেত্রী রয়েছেন তৃণমূলের এই দলে। নাম সায়নী ঘোষ। যুব তৃণমূলনেত্রী সায়নী গত বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোট লড়েছিলেন। তবে, পরাজিত হয়েছিলেন বিজেপির অগ্নিমিত্রা পালের কাছে। বাবুল-সায়নী ছাড়াও এদিনের দলে বেশ কিছু গুরুত্বপূর্ণ মুখ রয়েছে বলে জানা গিয়েছে। দলে রয়েছেন, শশী পাঁজা, পার্থ ভৌমিক, বিবেক গুপ্তারা।
advertisement
আরও পড়ুন, হাইকোর্টে এসে যোগ্য়তা প্রমাণ তৃণমূল নেতার, মামলাকারীকেই জরিমানা করলেন বিচারপতি
সম্প্রতি আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি আয়োজিত এক বস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিশৃঙ্খলার দরুন তিনজন পদপিষ্ট হয়ে মারা যান ৷ বেশ কয়েকজন আহতও হন৷ ওই অনুষ্ঠানেই সেদিন যোগ দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যদিও তিনি অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পরেই এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন, নরেন্দ্রপুরে উদ্ধার বিবস্ত্র, বেহুঁশ তরুণী! গণধর্ষণে অভিযুক্ত হবু স্বামী, দেওর
এহেন মর্মান্তিক ঘটনা ঘিরে বিজেপি-কে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই, জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রীয়ের বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার হওয়া ৬ জনের প্রত্যেকেই এলাকায় বিজেপি কর্মী হিসাবে পরিচিত। সেদিনের সভায় শুভেন্দুর উপস্থিতি নিয়েও কটাক্ষ করেছে ঘাসফুল শিবির। পুলিশের অনুমতি না নিয়ে কী ভাবে এমন অনুষ্ঠানের আয়োজন করা হল, তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। শুভেন্দু অবশ্য এই ঘটনায় দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, পর্যাপ্ত পুলিশ, সিভিক ভলান্টিয়ার এবং স্বেচ্ছাসেবক থাকলে হয়ত এমনটা ঘটত না।
এমনই, দাবি ও পাল্টা দাবিতে যখন সরগরম রাজ্য রাজনীতি, ঠিক তখনই আসানসোলে প্রতিনিধি দল পাঠানোর কথা ঘোষণা করল তৃণমূল৷ রাজনৈতিক মহলের মতে, আসানসোল নিয়ে বাবুলের মাধ্যমে বিজেপি-কে খোঁচা দিতে চায় শাসকদল। এ ছাড়া, সায়নী ঘোষ আসানসোল থেকে পরাজিত হলেও তাঁর পরিচিতিকেও কাজে লাগাতে চাইছে তৃণমূল। আর সেই কারণেই বাছাই করা প্রতিনিধি দল পাঠানো হচ্ছে আসানসোলে৷ আজকের এই সফর রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।