TRENDING:

ভাটপাড়া পুরসভা পুনর্দখলের পথে তৃণমূল

Last Updated:

একজন কাউন্সিলর সিপিএম-এর রয়েছেন৷ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন ২৯ জন৷ এঁদের মধ্যে একজন ইতিমধ্যে মারা গিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভাটপাড়া: ভাটপাড়া পুরসভা পুনর্দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ ১২ জন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে ফিরছেন৷ এঁরা সবাই বিজেপি-তে যোগ দিয়েছিলেন৷ ৩৫ আসনের ভাটপাড়া পুরসভায় তৃণমূলের আসন সংখ্যা ছিল ৩৪৷
advertisement

একজন কাউন্সিলর সিপিএম-এর রয়েছেন৷ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন ২৯ জন৷ এঁদের মধ্যে একজন ইতিমধ্যে মারা গিয়েছেন৷ দলবদলের পরে ওই পুরসভায় তৃণমূলের কাউন্সিলরের সংখ্যা কমে হয়েছিল ১৭, বিজেপি-র ১৪ ও সিপিএম-এর ১ জন৷ ১ জন কাউন্সিলর জেলে রয়েছেন৷ ১ জন ইস্তফা দিয়েছেন৷ ভোটাভুটি হলে সংখ্যাগরিষ্ঠ হবে তৃণমূল কংগ্রেসই৷

চলতি বছরের মে মাসে ভাটপাড়া পুরসভা দখল করে বিজেপি৷ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন ৮ কাউন্সিলর৷ ভাটপাড়া পুরসভা দখল করে নেয় বিজেপি৷ ভাটপাড়া পুর এলাকার ৩৪টির মধ্যে ১৯টি ওয়ার্ড দখল করে নেয় বিজেপি৷

advertisement

বিধানসভা উপনির্বাচনেও ভাটপাড়ায় জিতেছিল বিজেপি৷ তৃণমূল প্রার্থী মদন মিত্রকে হারিয়েছেন অর্জুন সিংয়ের ছেলে পবন সিং৷ তিনি পবন সিংয়ের কাছে পরাজিত হলেন ৩৬ হাজারেরও বেশি ভোটে। অর্জুন সিংয়ের কাছেই হার মানতে হয়েছে হেভিওয়েট মদন মিত্রকে।

লোকসভা ভোটের আগে ভাটপাড়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক অর্জুন সিং দলবদল করে যোগ দেন বিজেপিতে। তাঁকেই প্রার্থী করে বিজেপি। বারাকপুর কেন্দ্র থেকে তিনি বিজেপির প্রার্থী হওয়ায় ভাটপাড়া কেন্দ্রের উপনির্বাচন। এই উপনির্বাচনে বিজেপির প্রার্থী হন অর্জুন-পুত্র পবন সিং। তাঁর বিরুদ্ধে মদন মিত্রকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস।

advertisement

আরও ভিডিও: ভাটপাড়া পুরসভায় দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর, দেখুন ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাটপাড়া পুরসভা পুনর্দখলের পথে তৃণমূল