পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের নাড়ুয়া গ্রামের পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ বেরা তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে ভাঙাচোরা মাটির বাড়িতে বসবাস করছিলেন। এখনও আবাস যোজনার কোনও বাড়ি মেলেনি। তাই অগত্যা মাটির বাড়িতেই বসবাস করছিলেন তাঁরা।
advertisement
কাল রাতে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। তখনই সেই মাটির বাড়ি ভেঙে পড়ে। বাড়ি ভাঙার অল্প সময় আগে বাড়ির মধ্যেই সকলে ছিলেন। তবে বিপদ বুঝে বাড়ি থেকে তড়িঘড়ি বেরিয়ে পড়েন প্রসেনজিৎরা। ছোট্ট একটি রান্নাঘরে বর্তমানে আশ্রয় নিয়েছেন সকলে। গ্রামের আট চালায় রয়েছে বাড়ির আসবাবপত্র।
পরিবারের দাবি, আবাস তালিকায় হয়তো নাম রয়েছে। কিন্তু কবে সরকারি সুযোগ-সুবিধা মিলবে তাঁরা জানেন না। বর্তমানে প্রশাসনের দিকে তাকিয়ে প্রসেনজিৎ ও তাঁর পরিবার। এই বিষয়ে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অলক ঘোষ বলেন, ব্লক প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে। অসহায় এই পরিবার কবে সরকারি সুবিধা পায় সেটাই এখন দেখার।