কম দামে চোখধাঁধানো কালেকশন! বর্ধমানের 'এই' হাটে ভিনরাজ্য থেকেও ছুটে আসেন ক্রেতারা, পুজোর আগে যাবেন নাকি?
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Durga Puja Shopping: তুলনামূলকভাবে দাম অনেক কম, সেই সঙ্গেই ভালো করে দেখে পছন্দ করার সুবিধা থাকায় প্রতিদিনই ভিড় বাড়ছে
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর মাত্র কিছুদিন বাকি। সেই উৎসবের আমেজ ঘিরেই শুরু হয়েছে কেনাকাটার ধুম। শহরের বড় বড় মল ও অনলাইন শপিংয়ের মাঝেও গ্রামীণ আবহের হাট আজও বহু মানুষের কাছে ভরসার জায়গা। সেটারই এক অনন্য উদাহরণ পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড়ের গণেশচন্দ্র কর্মকার তাঁত কাপড় হাট। শুধু পূর্ব বর্ধমানই নয়, ভিনরাজ্যের পাইকারি থেকে শুরু করে সাধারণ ক্রেতা অনেকে এই হাটে ছুটে আসেন।
শাড়ি, জামাকাপড়, শিশুদের পোশাক থেকে শুরু করে এক ছাদের নিচে প্রায় সবকিছুই এখানে পাওয়া যায়। তুলনামূলকভাবে দাম অনেক কম, সেই সঙ্গেই ভালো করে দেখে পছন্দ করার সুবিধা থাকায় প্রতিদিনই ভিড় বাড়ছে। বিক্রেতা কৌশিক মণ্ডল বলেন, ‘কিছুদিন আগে বাজারের অবস্থা ভাল ছিল না। তবে এখন বেশ ভালই ভিড় হচ্ছে এবং কেনাকাটাও চলছে। আমাদের এখানে অন্যান্য জায়গার থেকে রেট অনেক কম ও পরিষেবাও ভাল’।
advertisement
আরও পড়ুনঃ পেটের দায়ে কাজে গিয়েছিলেন, ভিনরাজ্যে মালদহের পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু! বিরাট অভিযোগ পরিবারের
কিছুদিন আগেও অবশ্য পরিস্থিতি ছিল ভিন্ন। টানা বৃষ্টিতে কেনাবেচা প্রায় বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। চিন্তায় ছিলেন স্থানীয় তাঁতিরা। কিন্তু গত রবিবার থেকেই চেনা ছন্দে ফিরেছে এই হাট। ক্রেতাদের আনাগোনা চোখে পড়ার মতো।ক্রেতাদের কথায়, অনলাইনে যা দেখানো হয়, বাস্তবে অনেক সময় সেই মান পাওয়া যায় না। এর উপর রিটার্ন নিয়ে ঝামেলাও থাকে। কিন্তু এখানে পাঁচটা দোকান ঘুরে দেখে নিজের মতো করে জিনিস কেনা যায়। দামও অনেক কম। তাই হাটের উপরই ভরসা।
advertisement
advertisement
মিলনী মণ্ডল নামের এক ক্রেতা বলেন, ‘আমি এর আগেও এখানে কেনাকাটা করতে এসেছি। পুজোর আগে আবারও এলাম। এখানে সত্যিই কম দামে ভাল জিনিস পাওয়া যায়’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাটের মালিক সুবীর কর্মকার জানিয়েছেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, বাইরের বিভিন্ন রাজ্য থেকেও ক্রেতারা এই হাটে আসেন। ইতিমধ্যেই পাইকার ও ক্রেতারা আসতে শুরু করেছেন। আশা করা যায়, পুজোর আগে প্রতিটি হাটেই ভালো কেনাবেচা হবে। উৎসবের মরশুম ঘিরে তাই ভিনরাজ্য থেকেও পূর্বস্থলীর এই তাঁত হাটে ক্রেতারা ছুটে আসছেন। এখানকার বৈচিত্র্যময় সংগ্রহ, সুলভ দাম ও বিশ্বাসযোগ্য মানই এই হাটকে আলাদা করে তুলেছে। তাই অনলাইন কিংবা শপিং মল নয়, আজও অনেকের পছন্দের জায়গা এই ঐতিহ্যবাহী হাট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 1:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কম দামে চোখধাঁধানো কালেকশন! বর্ধমানের 'এই' হাটে ভিনরাজ্য থেকেও ছুটে আসেন ক্রেতারা, পুজোর আগে যাবেন নাকি?