পুলিশের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসকে সভা স্থগিত রাখার কথা জানানো হয়। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, দায়িত্বশীল দল হিসাবে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগামিকাল, বুধবার তাদের কাঁথির সভা স্থগিত করা হল।অভিষেকের সভায় তারা শক্তি প্রদর্শন করেছে।
আরও পড়ুন- আগামিকাল কাঁথিতে সভা শুভেন্দু অধিকারীর, অভিষেকের কটাক্ষের জবাব দিতে তৈরি বিরোধী দলনেতা
advertisement
তাই প্ররোচনা এড়াতেই আপাতত এই সিদ্ধান্ত জেলা তৃণমূলের। প্রসঙ্গত গত ৩ ডিসেম্বর কাঁথিতে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভাতেই কাঁথির জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল। তারা কাঁথি শহরে মিছিল করবে। তারপর কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে সভা করবে। সেই কর্মসূচি আগামিকাল, বুধবার স্থগিত রাখা হল। পরবর্তী দিন শীঘ্রই জানিয়ে দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের তরফে।
আরও পড়ুন- সামান্য কমল কলকাতার তাপমাত্রা, সপ্তাহান্তে আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল। আমাদের কর্মসূচীর দিন স্থির করে রাখা হয়েছিল আগে থেকেই। আমাদের অনুমতি নেওয়া ছিল। কিন্তু দুটি সভাতেই একই রাস্তা দিয়ে রাজনৈতিক দলের কর্মীরা আসবেন, যাবেন৷ বিজেপি প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামিকালের কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে। শীঘ্রই পরবর্তী দিন জানিয়ে দেওয়া হবে। আর আমাদের শক্তি প্রদর্শন করার নতুন করে ব্যাপার নেই। কারণ আমরা অভিষেকের সভা থেকে আমাদের শক্তি দেখিয়ে দিয়েছি।’’