আগামিকাল কাঁথিতে সভা শুভেন্দু অধিকারীর, অভিষেকের কটাক্ষের জবাব দিতে তৈরি বিরোধী দলনেতা
- Written by:VENKATESHWAR LAHIRI
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আগামিকাল বুধবার, ২১ ডিসেম্বর কাঁথিতে পাল্টা সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী ৷
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: চলতি ডিসেম্বর মাসের ৩ তারিখ কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুভেন্দু-সহ গোটা অধিকারী পরিবারকে নিশানা করেই একের পর এক অভিযোগ করেছিলেন তৃণমূল সাংসদ ৷ এদিনই অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করেছিলেন শুভেন্দুও। নিশানা করেন অভিষেককে। এবার সেই কাঁথি থেকেই অভিষেকের অভিযোগ এবং কটাক্ষের পাল্টা জবাব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে বিজেপি সূত্রের খবর।
আগামিকাল বুধবার, ২১ ডিসেম্বর কাঁথিতে পাল্টা সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী ৷ বিজেপির পক্ষ থেকে আদালতে সভা করার অনুমতির আবেদন জানানো হলে ইতিমধ্যেই আবেদন মঞ্জুর করা হয়েছে। কাঁথি রেল স্টেশন সংলগ্ন ময়দানে সভার করতে চলেছে গেরুয়া শিবির। প্রধান বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কাঁথিতে গিয়ে শুভেন্দুর বিরুদ্ধে সরাসরি একাধিক দুর্নীতিতে জড়িয়ে থাকারও অভিযোগ করেছিলেন অভিষেক ৷ দাবি করেছিলেন, তমলুক এবং কাঁথিতে লোকসভা উপনির্বাচন হলে তৃণমূলই জিতবে ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলকে বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ বিজেপি ৷ বিশেষত বিরোধী দলনেতার খাসতালুকে অভিষেকের তোলা অভিযোগের জবাব না দিলে জনমানসে ভুল বার্তা যেতে পারে বলেই মত গেরুয়া শিবিরের ৷ সেই কারণেই পাল্টা সভার আয়োজন।
advertisement
advertisement

অভিষেক এবং শুভেন্দুর দ্বৈরথ অবশ্য নতুন কিছু নয় ৷ অতীতেও একজনের সভার পাল্টা সভা করেছেন দুই নেতাই ৷ পরস্পরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও এনেছেন তাঁরা ৷ এবার কাঁথির সভা থেকে শুভেন্দু অভিষেককে কী জবাব দেন, সেদিকেই তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল ৷
advertisement
আগামিকালের কাঁথিতে শুভেন্দু অধিকারীর সভাকে ঘিরে জোড় তৎপরতা শুরু হয়েছে। মাঠ প্রস্তুতির কাজও চলছে জোর কদমে। এদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সভা উপলক্ষে লাগানো ফ্লেক্স পোস্টার ছেঁড়ার অভিযোগেও সরব হয়েছে পদ্ম শিবির। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পন্ডিতের কথায়, ‘‘ওরা যতোই সভাকে বানচাল করার চেষ্টা করুক না কেন মানুষ যে আমাদের সাথেই আছে সভার ভিড়ই তা ফের প্রমাণ করবে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 20, 2022 10:47 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আগামিকাল কাঁথিতে সভা শুভেন্দু অধিকারীর, অভিষেকের কটাক্ষের জবাব দিতে তৈরি বিরোধী দলনেতা










