TRENDING:

Tribe Rituals: নারীর জন্য ফুটন্ত ঘিয়ে হাত ডোবান পুরুষরা! বাঁকুড়ার আদিবাসীদের এই ধর্মীয় উৎসব দেখলে অবাক হবেন

Last Updated:

Tribe Rituals in Bankura: গরম ফুটন্ত ঘিয়ের মধ্যে হাত ডুবিয়ে পিঠে তৈরি হচ্ছে। কেন এই কৃচ্ছসাধন? কিসের জন্যে এই আদিবাসী পুজোয় এমন যন্ত্রণার মোকাবিলা করেন ব্রতিরা? এই রোমাঞ্চকর দৃশ্য দেখা গেল বাঁকুড়া জেলায় পাকুরডিহা গ্রামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: গরম ফুটন্ত ঘিয়ের মধ্যে হাত ডুবিয়ে পিঠে তৈরি হচ্ছে। কেন এই কৃচ্ছসাধন? কিসের জন্যে এই আদিবাসী পুজোয় এমন যন্ত্রণার মোকাবিলা করেন ব্রতিরা? এই রোমাঞ্চকর দৃশ্য দেখা গেল বাঁকুড়া জেলায় পাকুরডিহা গ্রামে। রান্না করার সময় একটু তেল ছিটে গায়ে লাগলেই যন্ত্রণা হয়। আর এদিকে বাঁকুড়ার এক আদিবাসী পুজোয় ফুটন্ত গরম ঘিয়ের মধ্যেই নির্দ্বিধায় হাত ডুবিয়ে ডুবিয়ে ভাজা হচ্ছে গুড় পিঠে। এই রীতি আনুমানিক ৩৫০ থেকে ৪০০ বছরের বেশি প্রাচীন। পুজোর নাম “সাত ভায়া মিট্টাং মেশ্রা”।
advertisement

লোকমুখে প্রচলিত আছে যে, জীবনের বাজি রেখে সাত ভাইকে হিংস্র জন্তুর হাত থেকে রক্ষা করেছিলেন বোন। তারপর থেকেই গরম ঘিয়ে হাত ডুবিয়ে শত শত বছর ধরে এই পুজো করছেন আদিবাসী পুরুষেরা। বোনদেরকে পুজো করেন পুরুষেরা। এই উদাহরণ গোটা বিশ্বে বিরল। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম পাকুরডিহা গ্রাম জঙ্গলে ঘেরা। কয়েক শতক আগে এই জঙ্গল ছিল আরও অনেক ভয়ঙ্কর এবং গভীর। তবে সাহসী আদিবাসীরা জঙ্গলের উপরেই নির্ভরশীল ছিল জীবন জীবিকার কারণে। জঙ্গলের দুর্গম অভিযানে গিয়ে শিকার করে অথবা ফল মূল নিয়ে আসতেন পুরুষেরা। তা ভাগ করে নেওয়া হত পরিবারের মধ্যে।

advertisement

এই রকমই ছিল সাত ভাই ও এক বোনের এক পরিবার। জঙ্গলে হিংস্র পশুর আঘাতে গুরুতর আহত সাত ভাইকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনেন সেই এক বোন। সেবা যত্নে ধীরে ধীরে মৃত্যুর মুখ থেকে ফিরে আনেন সাত ভাইকে। এর পর থেকে সেই বোন আদিবাসী সমাজে দেবী রূপে প্রতিষ্ঠা পায়। যে পুরুষেরা এক মাস ব্রত রাখেন তাদের সাহস, এবং ব্রতের সত্যতার পরীক্ষা হল গরম তেলে হাত ডুবিয়ে গুড় পিঠে তৈরি করা।

advertisement

আরও পড়ুনঃ Knowledge Story: একক-দশক থেকে লক্ষ-নিযুত-কোটি পর্যন্ত আমরা জানি, কিন্তু কোটির পর কী কী রয়েছে জানেন?

View More

পুরুষ এবং মহিলারা সমানে সমানে অংশগ্রহণ করেন এই পুজোয়। পুরুষেরা যখন এই পিঠে তৈরি করেন তখন গ্রামের মহিলারা ধামসা মাদলের তালে উৎসাহিত করতে থাকেন পুরুষ ব্রতিদের। একদিকে বিশ্বে নারী নির্যাতনের মত বড় সমস্যা মাথা চারা দিয়ে উঠেছে, তখন বাঁকুড়ার এই প্রত্যন্ত আদিবাসী গ্রামের বোনকে উদ্দেশ্য করে এই পুজো একটি আন্তর্জাতিক বার্তা রাখার যোগ্য দাবিদার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tribe Rituals: নারীর জন্য ফুটন্ত ঘিয়ে হাত ডোবান পুরুষরা! বাঁকুড়ার আদিবাসীদের এই ধর্মীয় উৎসব দেখলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল