মহুলকে গুড় দিয়ে সেদ্ধ করে খায় অনেকেই। এছাড়াও মহুল ফল বিক্রি করেই চলে অনেকের সংসার৷ এক বন দফতরের আধিকারিকের কথায়, ‘‘ এই মহুল ফল গ্রাম বাংলার অর্থকারী ফল হিসাবে পরিচিত। এ ছাড়া ভেষজ উপাদানে উপকারী এই গাছ থেকে কচড়া নামক একটি ফল পাওয়া যায় যা থেকে তেল তৈরি হয়। এই তেল মানবদেহের বিভিন্ন পুরানো ব্যথা সারাতে উপকারী।’’
advertisement
আরও পড়ুন : শারীরিক অসুস্থতা নিয়েই হাসপাতাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন অন্তঃসত্ত্বা
আরও পড়ুন : নস্টালজিয়া উস্কে ফিরে আসছে হারিয়ে যাওয়া মাটির জালা ও কুঁজো
চৈত্র মাসের শুরু থেকে এই ফল পাওয়া যায়। তা সংগ্রহ করে স্থানীয় হাটে বিক্রি করেন এই আদিবাসীপ্রধান গ্রামের মানুষজন৷ অনেক কাল আগে থেকেই মহুল নামক লুপ্তপ্রায় গাছের ফল ব্যবহার করে আসছেন প্রান্তিক আদিবাসী সমাজের মানুষেরা ৷ এর থেকে একধরনের বিশেষ মদও তৈরি হয়৷ যার স্বাদ মিস্টি ও সুগন্ধি৷ এই মহুল ফুল নিয়ে আছে স্থানীয় প্রবাদও৷ এই মহুল ফল বাংলা সাহিত্যেও প্রতিফলিত হয়েছে৷ শুধু মানুষ নয়, মহুলের টানে কখনও কখনও আবার দলমার দাঁতাল বা গজরাজদেরও আগমন হয় এই জঙ্গলে এবং জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে।