TRENDING:

West Midnapore Spring: মহুলে বুঁদ জঙ্গলমহলের আদিবাসী প্রধান গ্রামগুলি

Last Updated:

West Midnapore Spring: আদিবাসী জনজাতি মানুষের সঙ্গে এই মহুল গাছের নিবিড় আত্মিক যোগ৷ আদিবাসীদের একাংশের খাদ্যাভাসের তালিকায় রয়েছে মহুল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম : রাঢ় অঞ্চলের জঙ্গলমহলের অন্যতম বনজ সম্পদ মহুল ফল। বিশেষ ধরনের এই গাছ, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া,পুরুলিয়া-সহ বিস্তীর্ণ অঞ্চলে শুষ্ক আর্দ্র রুক্ষ মাটিতে দেখতে পাওয়া যায়৷  বসন্তের শুরুতে মহুলের আগমন৷ বিশেষত আদিবাসী জনজাতি মানুষের সঙ্গে এই মহুল গাছের নিবিড় আত্মিক যোগ৷ আদিবাসীদের একাংশের খাদ্যাভাসের তালিকায় রয়েছে মহুল।
মহুল ফল বাংলা সাহিত্যেও প্রতিফলিত হয়েছে
মহুল ফল বাংলা সাহিত্যেও প্রতিফলিত হয়েছে
advertisement

মহুলকে গুড় দিয়ে সেদ্ধ করে খায় অনেকেই। এছাড়াও মহুল ফল বিক্রি করেই চলে অনেকের সংসার৷ এক বন দফতরের আধিকারিকের কথায়, ‘‘ এই মহুল ফল গ্রাম বাংলার অর্থকারী ফল হিসাবে পরিচিত। এ ছাড়া ভেষজ উপাদানে উপকারী এই গাছ থেকে কচড়া নামক একটি ফল পাওয়া যায় যা থেকে তেল তৈরি হয়। এই তেল মানবদেহের বিভিন্ন পুরানো ব্যথা সারাতে উপকারী।’’

advertisement

আরও পড়ুন : শারীরিক অসুস্থতা নিয়েই হাসপাতাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন অন্তঃসত্ত্বা

আরও পড়ুন : নস্টালজিয়া উস্কে ফিরে আসছে হারিয়ে যাওয়া মাটির জালা ও কুঁজো

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চৈত্র মাসের শুরু থেকে এই ফল পাওয়া যায়। তা সংগ্রহ করে স্থানীয় হাটে বিক্রি করেন এই আদিবাসীপ্রধান গ্রামের মানুষজন৷ অনেক কাল আগে থেকেই মহুল নামক লুপ্তপ্রায় গাছের ফল ব্যবহার করে আসছেন প্রান্তিক আদিবাসী সমাজের মানুষেরা ৷ এর থেকে একধরনের বিশেষ মদও তৈরি হয়৷ যার স্বাদ মিস্টি ও সুগন্ধি৷ এই মহুল ফুল নিয়ে আছে স্থানীয় প্রবাদও৷ এই মহুল ফল বাংলা সাহিত্যেও প্রতিফলিত হয়েছে৷ শুধু মানুষ নয়, মহুলের টানে কখনও কখনও আবার দলমার দাঁতাল বা গজরাজদেরও আগমন হয় এই জঙ্গলে এবং জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Midnapore Spring: মহুলে বুঁদ জঙ্গলমহলের আদিবাসী প্রধান গ্রামগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল