TRENDING:

Road Block: আদিবাসীদের বিক্ষোভ, সকাল থেকে জেলায় জেলায় জাতীয় সড়কে অবরোধ! নাজেহাল সাধারণ মানুষ

Last Updated:

সকাল ৬টা থেকে সন্ধ্য়া ৬টা পর্যন্ত এই অবরোধ চলার কথা। ফলে জাতীয় এবং রাজ্য় সড়কের উপরে বিভিন্ন জায়গায় গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ডেবরা: সাঁওতালি ভাষায় পঠনপাঠন থেকে শুরু করে ধর্মীয় স্বীকৃতি। এমন একগুচ্ছ দাবি নিয়ে সকাল থেকে রাজ্য়ের বিভিন্ন জেলায় পথ অবরোধ শুরু করেছেন আদিবাসীরা। আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পরগণা মহলের সদস্য়রা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর সহ আদিবাসী অধ্য়ুষিত বিভিন্ন জেলায় জাতীয় এবং রাজ্য় সড়ক অবরোধ করে রেথেছেন।
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় আদিবাসীদের পথ অবরোধ। ছবি- দিগ্বিজয় মাহালি
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় আদিবাসীদের পথ অবরোধ। ছবি- দিগ্বিজয় মাহালি
advertisement

সকাল ৬টা থেকে সন্ধ্য়া ৬টা পর্যন্ত এই অবরোধ চলার কথা। ফলে জাতীয় এবং রাজ্য় সড়কের উপরে বিভিন্ন জায়গায় গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে। মাঝরাস্তায় আটকে পড়ে নাজেহাল হচ্ছেন বহু যাত্রী।

আরও পড়ুন: 'জয় শ্রী রাম'-এর পাল্টাই কি বন্দে ভারতে ইট? শুভেন্দুর পরে এবার প্রশ্ন দিলীপেরও

advertisement

আদিবাসীদের এই পথ অবরোধের কর্মসূচি অবশ্য় পূর্ব ঘোষিতই ছিল। সেই অনুযায়ী আজ সকাল থেকে পুরুলিয়ায় ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করেন জাকাত মাঝি পরগণা মহলের সদস্য়রা। পুরুলিয়া জেলার অন্য়ান্য় জায়গাতেও অবরোধ শুরু হয়। যার ফলে পুরুলিয়া থেকে জামশেদপুর ছাড়াও বরাকর, আসানসোল গামী বিভিন্ন রাস্তায় আটকে যায় যানবাহন। পুরুলিয়ার অযোধ্য়া পাহাড়ে নতুন পাম্প স্টোরেজ প্রকল্প বাতিলেরও দাবি জানান অবরোধকারীরা।

advertisement

একই ভাবে অবরোধ হয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর, নারায়ণগড়, ডেবরাতেও। ৬ এবং ৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসী সংগঠনের সদস্য়রা। অবরোধের কারণে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্য়ান্ড থেকে অধিকাংশ বাসই ছাড়েনি। ডেবরায় ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধের ফলে কলকাতা-খড়্গপুর রুটেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিপদে পড়েন নিত্য়যাত্রীরা। বাঁকুড়াতেও রানিগঞ্জ- বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে বড়জুড়ি, হেভিরমোড় সহ বিভিন্ন জায়গায় এই অবরোধ শুরু হওয়ায় জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

advertisement

আরও পড়ুন: নন ইন্টারলকিং-এর কাজ, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের রুট বদল, কোন কোন ট্রেন বাতিল? জেনে নিন

অবরোধের জেরে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক, বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক, বাঁকুড়া রানিবাঁধ রাজ্য সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। পথ অবরোধ হয়েছে দুর্গাপুরে ২ নম্বর জাতীয় সড়কের উপরে ডিভিসি মোড়ে। ফলে দুর্গাপুর থেকে কলকাতা, আসানসোল এবং বর্ধমানগামী যানবাহন আটকে পড়েছে। পথ অবরোধ হয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ৫১২ নম্বর জাতীয় সড়কের উপরেও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

যেখানে যেখানে অবরোধ হয়েছে, সর্বত্রই প্রচুর সংখ্য়ক পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও জোর করে অবরোধকারীদের সরানোর চেষ্টা করেনি পুলিশ। পাশাপাশি আগে থেকে ঘোষণা করায় অনেক জায়গাতেই যানবাহনকে অন্য় পথে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Block: আদিবাসীদের বিক্ষোভ, সকাল থেকে জেলায় জেলায় জাতীয় সড়কে অবরোধ! নাজেহাল সাধারণ মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল