নন ইন্টারলকিং-এর কাজ, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের রুট বদল, কোন কোন ট্রেন বাতিল? জেনে নিন
- Published by:Satabdi Adhikary
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
বন্দেভারত এক্সপ্রেসের যাত্রা শেষ করবে শিলিগুড়ি জাংশন স্টেশনে। রেল সূত্রের খূবর, আজ ৪ জানুয়ারি থেকে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত তিন দিন ধরে নিউ জলপাইগুড়ি স্টেশনে চলবে নন-ইন্টারলকিং-এর কাজ।
#কলকাতা: নিউ জলপাইগুড়ি স্টেশনে নন ইন্টারলকিঙের কাজ চলার জন্য বাতিল করা হচ্ছে একাধিক ট্রেন। কোনও কোনও ক্ষেত্রে ট্রেনের শেষ স্টেশন বদলে করে দেওয়া হচ্ছে শিলিগুড়ি। জেনে নিন, বাতিল ট্রেনের তালিকা। বদলে যাওয়া রুটের কথাও জানুন।
রেল সূত্রের খূবর, আজ ৪ জানুয়ারি থেকে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত তিন দিন ধরে নিউ জলপাইগুড়ি স্টেশনে চলবে নন-ইন্টারলকিং-এর কাজ। তার জেরে বাতিল হচ্ছে-
১৫৭০৯/১৫৭১০ মালদহ টাউন-জলপাইগুড়ি
advertisement
১২৩৬৩ কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস
১২০৪২/১২০৪১ নিউ জলপাইগুড়ি-হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস
১৫৭২২/১৫৭২১ নিউ জলপাইগুড়ি-দিঘা এক্সপ্রেস
আরও পড়ুন : খুব তাড়াতাড়ি কার্ডিও ভাসক্যুলার অ্যান্ড থোরাসিক সার্জারি চালু হতে চলেছে বর্ধমান মেডিক্যালে
এদিকে, ২২৬১১ চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের যাত্রাপথ শেষ করে দেওয়া হবে শিলিগুড়ি স্টেশনে। ১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এবং ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস আলুয়াবাড়ি রোড-বাগডোগরা-শিলিগুড়ি রুট ঘুরে গন্তব্যে পৌঁছবে। এছাড়া, একাধিক ট্রেনেরও রুট বদল হবে।
advertisement
কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে?
১৫৭০৯/১৫৭১০ মালদা টাউন–নিউ জলপাইগুড়ি আপ-ডাউন এক্সপ্রেস
১২৩৬৩ কলকাতা–হলদিবাড়ি এক্সপ্রেস আপ-ডাউন
১২০৪২/১২০৪১ আপ-ডাউন নিউ জলপাইগুড়ি–হাওড়া শতাব্দী এক্সপ্রেস
১৫৭২২ নিউ জলপাইগুড়ি– দিঘা এক্সপ্রেস এবং আপ দিঘা–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস বাতিল থাকবে
এর পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ২২৬১১ চেন্নাই সেন্ট্রাল–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, ২২৬১২ নিউ জলপাইগুড়ি–চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস। এই ট্রেন নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি স্টেশনে দাঁড়াবে না।এদিকে আরও বেশ কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এগুলি হল–
advertisement
আরও পড়ুন : সরোবরের পাশে ফুলের মেলা, আকাশে আতশবাজির খেলা, বর্ধমানে শুরু হল কৃষ্ণসায়র উৎসব
১২৩৭৭ শিয়ালদা–নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এবং এই এক্সপ্রেসের ডাউন। এই ট্রেনটি আলুয়াবাড়ি রোড– বাগডোগরা এবং শিলিগুড়ি হয়ে যাতায়াত করবে। এই ট্রেন দুটি নিউ জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়াবে না। এছাড়া, ১৩১৭৩ শিয়ালদা–আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস । এই ট্রেনটিও আলুয়াবাড়ি রোড, বাগডোগরা, শিলিগুড়ি দিয়ে যাতায়াত করবে। ১৫৯৬২ ডিব্রুগড়– হাওড়া কামরূপএক্সপ্রেস একই রুট হয়ে যাতায়াত করবে। পাশাপাশি ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার–শিয়ালদা তিস্তা এক্সপ্রেসের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। ট্রেনটি আগামী ৬ জনুয়ারি বিকেল ৪.১০ টার পরিবর্তে বেলা ১২:১০ মিনিটে ছাড়বে।
advertisement
যদিও এই সবের মধ্যেও চলাচল করবে বন্দেভারত এক্সপ্রেস৷ আজ অবশ্য বন্দেভারত এক্সপ্রেসের পরিষেবা নেই৷ তবে আগামিকাল, বৃহস্পতিবার ও পরশু, শুক্রবার এই ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনের বদলে শিলিগুড়ি জংশন স্টেশনে দাঁড়াবে। যাত্রীদের অবশ্য ভোগান্তি বাড়বে আগামী দু'দিন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2023 8:13 AM IST