জঙ্গলমহলের আদিবাসী কন্যা বিজলীকে রাজ ভবনের সংস্কৃতি দলের সদস্য পদ প্রদান করেন। বিজলির বাড়ি মেদিনীপুরের জেলার শালবনি গ্রামে। এদিন ঝাড়গ্রাম জেলার এই শিক্ষা নিকেতন প্রদর্শনে রাজ্যপাল আসায় তার ডাক পড়েছিল পাটাশিমুল গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে।
আরও পড়ুন : পিরামিড ভাগ্য বদলে দিল খুদেদের! এল তৃতীয় স্থান, মুখ উজ্জ্বল হল ঝাড়গ্রামের
advertisement
সেখানে সে মাথায় তিনটি কলসি ও নটি ঘটি যার সম্মিলিত ওজন প্রায় সাড়ে কুড়ি কিলো, সেই ওজন নিয়ে চোখে মুখে কোনও কষ্টের ছাপ না রেখে রাজ্যপালের সামনে একটি পাতা নিত্য প্রদর্শন করে। তার এই নৃত্যই চোখের নিমিষে তার ভাগ্য বদলে দেয়, যা তার কল্পনাতীত বলেই জানাচ্ছে বিজলি।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
এই পাতা নৃত্যের মধ্য দিয়ে জঙ্গলমহলের একটি ছোট্ট গ্রাম থেকে সোজা রাজভবনে ঠাঁই হবে বলে বিজলী কখনওভাবেনি। রাজভবনের সংস্কৃতি দলের সদস্য হওয়ায় বিজলী এবং বিজলীর গ্রাম শালবনীতে খুশির হাওয়া বইতে শুরু করেছে।
বুদ্ধদেব বেরা