TRENDING:

পর পর দু' বার কেঁপে উঠল ঝাড়গ্রাম, ভূমিকম্প না অন্য কিছু? শীতের রাতে জেলা জুড়ে আতঙ্ক

Last Updated:

তবে ঝাড়গ্রাম জেলায় কম্পন হলেও লাগোয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের মতো লাগোয়া জেলাগুলিতে কোনও কম্পন অনুভূত হয়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজু সিং, ঝাড়গ্রাম: মিনিট কুড়ির ব্যবধানে পর পর দু বার কেঁপে উঠল ঝাড়গ্রাম৷ বেশ কয়েক সেকেন্ড অনুভূত হল জেলা জুড়ে কম্পন৷ প্রথমে রাত সাড়ে ৯.৩০ নাগাদ এবং তার পর ফের রাত ৯.৫০ মিনিটে কেঁপে ওঠে ঝাড়গ্রাম শহর সহ বেলপাহাড়ি, জামবনির মতো গ্রামীণ এলাকাগুলিও৷
আসছে বড় ভূমিকম্প—

আইআইটি কানপুরের ‘আর্থ সায়েন্সেস’ বিভাগের বিজ্ঞানী অধ্যাপক জাভেদ মালিক জানিয়েছেন, ভূমিকম্পনের কম্পাঙ্ক ক্রমাগত বোঝা যাচ্ছে। উত্তর ভারতেও এর আগে তীব্র কম্পন অনুভূত হচ্ছে। সম্প্রতি যে কম্পন অনুভূত হয়েছে, তা বোঝা গিয়েছে কানপুরেও। এমনকী খুব নিচতলা বাসিন্দারাও সেই কম্পন টের পেয়েছেন। মাত্র কয়েকদিন আগে নেপালে ভূমিকম্প হয়েছে।
আসছে বড় ভূমিকম্প— আইআইটি কানপুরের ‘আর্থ সায়েন্সেস’ বিভাগের বিজ্ঞানী অধ্যাপক জাভেদ মালিক জানিয়েছেন, ভূমিকম্পনের কম্পাঙ্ক ক্রমাগত বোঝা যাচ্ছে। উত্তর ভারতেও এর আগে তীব্র কম্পন অনুভূত হচ্ছে। সম্প্রতি যে কম্পন অনুভূত হয়েছে, তা বোঝা গিয়েছে কানপুরেও। এমনকী খুব নিচতলা বাসিন্দারাও সেই কম্পন টের পেয়েছেন। মাত্র কয়েকদিন আগে নেপালে ভূমিকম্প হয়েছে।
advertisement

তবে ভূমিকম্প নাকি অন্য কোনও কারণে এই কম্পন, তা এখনও স্পষ্ট নয়৷ তবে ভূমিকম্প হয়েছে বলে ধরে নিয়েই আতঙ্ক ছড়ায় জেলার বাসিন্দাদের মধ্যে৷ কম্পন অনুভূত হতেই শীতের রাতে অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন৷

তবে ঝাড়গ্রাম জেলায় কম্পন হলেও লাগোয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের মতো লাগোয়া জেলাগুলিতে কোনও কম্পন অনুভূত হয়নি৷ ভূমিকম্প হয়েছে বলে আবহাওয়া দফতর থেকেও কোনও খবর মেলেনি৷ তবে ঝাড়গ্রাম জেলার বহু বাসিন্দাই কম্পন অনুভব করেছেন৷ দ্বিতীয় দফায় বেশ কয়েক সেকেন্ড কম্পন স্থায়ী হয় বলেও সমাজমাধ্যমে দাবি করেছেন কেউ কেউ৷

advertisement

আরও পড়ুন: কাজের ফাঁকে ‘বোনকে’ নিয়ে শান্তিনিকেতনে! বেসামাল হয়ে দুর্ঘটনা, আটক পুলিশকর্মী

ঝাড়গ্রামের খুব কাছেই কলাইকুন্ডা সেনা ছাউনি৷ রাত সাড়ে নটা নাগাদ  প্রথম বার কম্পনের পর অনেকে ভেবেছিলেন বায়ুসেনার কোনও মহড়া অথবা সেই সংক্রান্ত কোনও কারণে হয়তো কম্পন অনুভূত হচ্ছে৷ কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানা যায় বায়ুসেনা সেরকম কোনও মহড়া চালায়নি৷ এর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় কম্পন অনুভূত হয়৷ এর পরেই আতঙ্ক ছড়ায় জেলার বাসিন্দাদের মধ্যে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

গত শনিবারই ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলাদেশ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬৷ সেই ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয়েছিল এ রাজ্যের বাংলাদেশ সীমান্ত লাগোয়া একাধিক জেলায়৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পর পর দু' বার কেঁপে উঠল ঝাড়গ্রাম, ভূমিকম্প না অন্য কিছু? শীতের রাতে জেলা জুড়ে আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল