কাজের ফাঁকে 'বোনকে' নিয়ে শান্তিনিকেতনে! বেসামাল হয়ে দুর্ঘটনা, আটক পুলিশকর্মী

Last Updated:

এ দিন সন্ধ্যায় শান্তিনিকেতনের সায়র বীথি পার্ক এলাকা দিয়ে যাচ্ছিল ওই গাড়িটি৷ আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে গাড়িটি৷

মোটরবাইকে এসে ধাক্কা মারে পুলিশকর্মীর গাড়ি৷
মোটরবাইকে এসে ধাক্কা মারে পুলিশকর্মীর গাড়ি৷
শান্তিনিকেতন: কর্তব্যরত অবস্থাতেই কাউকে কিছু না জানিয়ে বোনকে নিয়ে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থেকে বীরভূমের শান্তিনিকেতন বেড়াতে চলে গিয়েছিলেন৷ শেষ পর্যন্ত মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক পুলিশকর্মী৷ ধৃতের নাম সঞ্জীব বর্মন৷ এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় তীব্র চাঞ্চল্য ছড়ায় শান্তিনিকেতনে৷ অভিযুক্ত পুলিশকর্মীকে আটকে রাখে ক্ষুব্ধ জনতা৷ পরে শান্তিনিকেতন থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়৷
অভিযুক্তের দাবি, তিনি মঙ্গলকোট থানার এএসআই পদে কর্মরত৷ যে গাড়িটি তিনি চালাচ্ছিলেন, সেটির সামনেও পুলিশ লেখা ছিল৷ গাড়িতে ওই পুলিশকর্মী ছাড়া একজন যুবতী ছিলেন৷ ওই পুলিশকর্মীর দাবি, যুবতী তাঁর বোন৷
advertisement
স্থানীয় সূত্রে দাবি, এ দিন সন্ধ্যায় শান্তিনিকেতনের সায়র বীথি পার্ক এলাকা দিয়ে যাচ্ছিল ওই গাড়িটি৷ আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে গাড়িটি৷ মোটরবাইক চালককে উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা৷ তখনই দেখা যায়, মদ্যপ অবস্থায় রয়েছেন গাড়ির চালক৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ব্যক্তি এতটাই নেশাগ্রস্ত ছিলেন যে ঠিক ভাবে কথাও বলতে পারছিলেন না৷ উল্টে নিজেকে মঙ্গলকোট থানার কর্তব্যরত অফিসার বলে দাবি করে তিনি স্থানীয়দেরই হুমকি দিতে থাকেন বলে অভিযোগ৷ এতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে৷
advertisement
ওই ব্যক্তিকে আটক করে শান্তিনিকেতন থানায় খবর দেন এলাকার বাসিন্দারা৷ পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়৷ ওই ব্যক্তির সঙ্গে গাড়িতে এক যুবতী ছিলেন৷ তিনি বলেন, ‘আমি সম্পর্কে ওনার বোন হই৷ ওনাকে শান্তিনিকেতন ঘোরাতে নিয়ে এসেছিলাম৷ আমার বাড়িতে খবর দিয়েছি, পরিবারের লোকজন আসছে৷’
ওই পুলিশকর্মীর সঙ্গে থাকা গাড়িটিকেও থানায় নিয়ে যায় পুলিশ৷ তবে ওই ব্যক্তি সত্যিই মঙ্গলকোট অথবা অন্য কোনও থানায় কর্মরত কি না, তা খতিয়ে দেখছে শান্তিনিকেতন থানার পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাজের ফাঁকে 'বোনকে' নিয়ে শান্তিনিকেতনে! বেসামাল হয়ে দুর্ঘটনা, আটক পুলিশকর্মী
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement