Salman Khan on Mamata Banerjee:মমতার বাড়ি দেখে হিংসা হয়েছিল, কেন? চলচ্চিত্র উৎসবে এসে ফাঁস করলেন সলমন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
মুখ্যমন্ত্রীও সলমন খান, অনিল কাপূর এবং মহেশ ভট্টদের এ রাজ্যে এসে সিনেমার শ্যুটিংয়ের জন্য আর্জি জানান৷
কলকাতা: তিনি জানতেন তাঁর বাড়িটাই বোধহয় ছোট৷ কিন্তু কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন সলমন খান৷ মুখ্যমন্ত্রীর মতো পদে থেকে কেউ এত ছোট বাড়িতে কীভাবে থাকেন, তা ভেবেই অবাক হয়ে গিয়েছিলেন ভাইজান৷ এ দিন কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার অভিজ্ঞতার কথা শোনালেন সলমন৷ এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী অতি সাধারণ জীবনযাপনের প্রশংসাও শোনা যায় সলমনের মুখে৷
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার অভিজ্ঞতার কথা শোনান সলমন৷ কিছু দিন আগে কলকাতায় একটি শো করতে আসেন সলমন৷ সেই সময়ই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান তিনি৷ সলমন বলেন, ‘আমি আপনাদের মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার অভিজ্ঞতার কথা শোনাব৷ আমি ভাবতাম আমার বাড়িটাই বোধহয় ছোট৷ আমার মা তারমধ্যেও বাস্তু মতে সবকিছু করার চেষ্টা কত চেষ্টা করেছিল{ কিন্তু ওনার বাড়ি তো আমার বাড়ির থেকেও ছোট! একটা ছোট বসার জায়গা ওনার ঘরে৷ আমার বাড়ির থেকে যে দিদির বাড়িটা সত্যিই ছোট, এটা ভেবে আমার সত্যিই হিংসা হচ্ছে৷’
advertisement
আরও পড়ুন: সলমন-মহেশের মাঝে দাঁড়িয়ে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী স্বয়ং, তারকাখচিত মঞ্চে উচ্ছ্বসিত মমতা
advertisement
এর পরেই মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলিউড তারকা বলেন, ‘এরকম পদে থেকে কেউ এত ছোট বাড়িতে থাকেন কী করে? এতেই প্রমাণিত হয় যে আমাদের সত্যিই এত কিছুর প্রয়োজন নেই৷ উনি এতটাই সাধারণ ভাবে বেঁচে থাকেন৷ সলমন জানিয়েছেন, এর আগের বার কলকাতায় এসে যখন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কলকাতা চলচ্চিত্র উৎসবে আসার অনুরোধ করেছিলেন৷’
advertisement
এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে এসে বলিউড সিনেমার সাফল্যে বাংলার অবদানের কথা তুলে ধরেন সলমন৷ পাল্টা মুখ্যমন্ত্রীও সলমন খান, অনিল কাপূর এবং মহেশ ভট্টদের এ রাজ্যে এসে সিনেমার শ্যুটিংয়ের জন্য আর্জি জানান৷ মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে সলমনও কথা দেন, বাংলায় এসে অবশ্যই ছবির শ্যুটিং করবেন তিনি৷ সলমনকে ভাইফোঁটা, রাখিতেও কলকাতায় আসার প্রস্তাব দেন মমতা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2023 6:44 PM IST