কিন্তু সেই গাছই এখন জীবনের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। রাস্তার উপর সারি সারি মরা গাছ। শুকনো অবস্থায় গাছের ডাল পালা ঝুলছে এ প্রান্ত থেকে ওপ্রান্তে। স্বাভাবিকভাবে নিত্যদিন ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। কোথাও আবার মোটা গাছের নীচে রয়েছে অ্যাসবেসটসের ঘর। স্বাভাবিকভাবে নিত্যদিন ভয়ে ভয়ে কাটাতে হয় প্রত্যেককে।
রাজ্য সড়কের দুপাশে মরা গাছের কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। দ্রুত এই সমস্যার সমাধানের দাবি তুলেছেন সকলে। রাজ্য সড়কের পাশে সুবিশাল মোটা মোটা গাছ। যদিও বেশিরভাগই শুকনো অবস্থায় রয়েছে। সেই সংখ্যা প্রায় শতাধিক। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মুন্ডমারি থেকে বড়িশা পর্যন্ত রাজ্য সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা একাধিক সুবিশাল শুকনো গাছ, যা সাধারণ মানুষের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, যেকোনওমুহূর্তে এসব গাছ ভেঙে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
advertisement
আরও পড়ুন – Free Netflix: Jio ছাড়া আর কেই বা দিতে পারে এই অফার, নেটফ্লিক্স তাও আবার ফ্রি, ধাঁসু প্ল্যানে কী কী থাকছে
প্রতিদিন গাছের শুকনো ডাল ভেঙে ছোট বড় নানা দুর্ঘটনাও ঘটছে। তবে দ্রুত সমস্যার সমাধান করুক প্রশাসন, দাবি সকলের। একাধিকবার জানানো হয়েছে প্রশাসনে, তবে সুরাহা মেলেনি। যদিও এই বিষয় নিয়ে একাধিক হওয়ার পর্যবেক্ষণ হয়েছে ব্লক প্রশাসনের তরফে। ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসনে জানানো হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি।
তবে সকলের দাবি নিত্যদিন যাতায়াতে সুরক্ষা সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে। দ্রুত এই মরা গাছ সরিয়ে ফেললে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ও দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন নিত্যযাত্রীরা। তবে এই সমস্যা কবে সমাধান হয় তা এখন দেখার।
Ranjan Chanda