ট্রলারে ডিজেল ভরা হচ্ছে। বরফ মজুত হচ্ছে। মাছ ধরার জাল পরিপাটি করে গুছিয়ে রেখে দেওয়া চলছে ট্রলারের পাটাতনে। শনিবার গভীর রাতে ইলিশ ধরতে গভীর সমুদ্রে রওনা দেবে তারা। ১৫ এপ্রিল থেকে ১৪ জুন মাছের প্রজনন কাল। ফলে এই দু’মাস নদী ও সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা থাকে।
advertisement
গত তিন বছর ধরে নদী ও সমুদ্রে সেভাবে ইলিশের দেখা মেলেনি। আবহাওয়া অনুকূল না থাকায় এই সমস্যা। এ বছর আগেই বৃষ্টি এসেছে, সেজন্য ইলিশ মেলার সম্ভাবনাও তৈরি হয়েছে।এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার জানান, এবছর বর্ষা আগে নেমেছে। তার উপর বাংলাদেশ ও ভারতে একই সময়ে নদী ও সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সেজন্য আশা করা যাচ্ছে এবার পর্যাপ্ত পরিমাণ ইলিশ মিলবে।
advertisement
নবাব মল্লিক
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2025 3:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: রূপালি শস্যের টানে মাঝ সমুদ্রে পাড়ি! নতুন সাজে সেজেছে ট্রলার