দুর্ঘটনার খবর পেয়েই ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে তড়িঘড়ি এফআইবি বোট নিয়ে গভীর সমুদ্রে তল্লাশি চালানো হয়। ফ্রেজারগঞ্জ ঘাঁটির ভারতীয় উপকূল রক্ষীবাহিনীও হোভারক্রাফ্ট নিয়ে বঙ্গোপসাগরে তল্লাশি শুরু করে।
ডুবে যাওয়া ট্রলারটিকে টেনে আনা হয় ফ্রেজারগঞ্জের সন্নিকটে লালগঞ্জের সমুদ্র উপকূলে। সেই দৃশ্য দেখতে প্রায় পাঁচ শতাধিক মানুষ সেখানে ভিড় করেন। এরপর টেনে নিয়ে আসা দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের কেবিনের ভিতর থেকেই উদ্বার হয় কমল জানার দেহ।
advertisement
খবর পেয়েই ঘটনাস্থলে যায় নামখানা ব্লক প্রশাসনের আধিকারিকরা। নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে দেখা করেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহকারি সভাধিপতি শ্রীমন্ত মালি তিনি জানিয়েছেন, ‘দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে টেনে নিয়ে উপকূলে আসার পর কেবিনে তল্লাশি চালিয়ে এক মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। বাকি রয়েছে এখনও একজন। সেই মৎস্যজীবীর কোন খোঁজ নেই। তার খোঁজে বঙ্গোপসাগরে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ এবং ফ্রেজারগঞ্জ ঘাটির ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে এখনও তল্লাশি চলছে। সেই মৎস্যজীবীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলেই। এদিকে যত সময় যাচ্ছে লালগঞ্জ সমুদ্র সৈকতে ভিড় ক্রমশ বাড়ছে। সকলেই এই সময় উৎকন্ঠায় সময় পার করছেন।