পুরুলিয়া বেড়াতে আসা পর্যটকেরা বলেন , এত সুন্দর পলাশের দৃশ্য দেখে তারা মুগ্ধ। তাদের ভীষণই ভালো লাগছে বসন্ত উৎসব তথা পলাশ উৎসবে পুরুলিয়া বেড়াতে আসতে পেরে। দুর্দান্ত অনুভূতি হয়েছে তাদের। কলকাতার ব্যস্ত জীবন থেকে একেবারেই অন্যরকম বসন্ত উৎসব তারা পালন করতে পারছেন পুরুলিয়ায়। ধীরে ধীরে শান্তিনিকেতনের বিকল্প হয়ে উঠছে সুন্দরী পুরুলিয়া। তাই শান্তিনিকেতনের রুট বদল করে তাঁরা পুরুলিয়ায় আসতে পছন্দ করছেন।
advertisement
রিসর্ট কর্তৃপক্ষরা বলেন, অন্যান্য বছরে তুলনায় এই বছর মানুষের মধ্যে আবেগ উন্মাদনা একেবারেই তুঙ্গে রয়েছে। সমস্ত জায়গা পর্যটকে পরিপূর্ণ। পুরুলিয়ার পলাশ উৎসবে অংশগ্রহণ করার জন্য মানুষের মধ্যে যে উন্মাদনা রয়েছে, তাতে তাঁরা খুবই খুশি। বিরাট সংখ্যক পর্যটকদের ঢল নেমেছে।
দিঘা , পুরী দার্জিলিং-এর পাশাপাশি বাঙালির পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছে সুন্দরী অযোধ্যা। তবে পুরুলিয়ার পলাশের এক অন্য রকম আকর্ষণ রয়েছে। তাই বসন্ত উৎসব যেন একেবারেই আলাদা আঙ্গিকে পরিপূর্ণ করে এই জেলাকে।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়