শান্ত নিরিবিলি পরিবেশ হওয়ার কারণে পর্যটক থেকে আশপাশের এলাকার মানুষ সকলেরই খুবই পছন্দের এই জায়গাটি। শীতের এই সিজনে পিকনিক করতে অনেকেই তাই এই জায়গাটিকে বেছে নেন।এ বিষয়ে এখানে পিকনিক করতে আসা পর্যটকেরা বলেন , এই ড্যাম খুবই সুন্দর। চারিদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ রয়েছে। শান্ত , স্নিগ্ধ হওয়ার কারণে এই জায়গায় আসলে যে কারোর মন ভরে যায়।
advertisement
আরও পড়ুন- ৪৫ বছর বয়সে প্রিম্যাচিউর বেবি! ‘একটি সন্তানের জন্ম দাও, তারপর…’ মা হয়ে আফসোস অভিনেত্রীর
তবে এখানে সেভাবে গড়ে ওঠেনি কোনওপর্যটনকেন্দ্র। এই জায়গায় যদি পর্যটন কেন্দ্র গড়ে ওঠে তাহলে মানুষের ঢল আরও বাড়বে। সেইভাবে প্রচার না থাকার কারণে মানুষজনের সংখ্যা মোটামুটি থাকে বিরাট ভিড় থাকে না পুরুলিয়ার অন্যান্য পর্যটন কেন্দ্র বা পিকনিক স্পট গুলির মত। শীত মানেই বেড়ানো। আর তার সঙ্গে পাল্লা দিয়ে চলে পিকনিক।
আরও পড়ুন- প্রজনন ক্ষমতা তলানিতে! জনসংখ্যা যে হারে কমছে, শীঘ্রই ‘বিলুপ্ত’ হতে পারে…! জানেন কোন রাজ্য?
ছুটির দিন পেলেই তাই পিকনিকের আনন্দে মেতে ওঠে আট থেকে আসি। পিকনিকের এই মরশুমে তাই সমস্ত পিকনিক স্পটগুলো থাকে হাউসফুল। জেলা পুরুলিয়ার এই কুমারী ড্যামেও পিকনিকের ভিড় দেখা যায়। পর্যটক সমাগমে ভরে ওঠে এই ড্যাম।
শর্মিষ্ঠা ব্যানার্জি