TRENDING:

শান্ত নিরিবিলি পরিবেশে পিকনিক করতে চান? প্রিয়জনকে নিয়ে চলে আসুন এখানেই, মন ভরে যাবে!

Last Updated:

Picnic Spot: সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে হারিয়ে গিয়ে পিকনিকের মজা উপভোগ করতে চাইলে, চলে আসুন পুরুলিয়ার এই জায়গায়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: কাছে পিঠে বেড়ানোর অন্যতম ঠিকানা পুরুলিয়া। জঙ্গলমহল পুরুলিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান পর্যটন কেন্দ্র। পিকনিক হোক কিংবা একদিনের বেড়ানো পুরুলিয়াতে রয়েছে সবকিছুই। পুরুলিয়ার অফবিট একটি পিকনিক স্পট হল কুমারী ড্যাম। ‌পুরুলিয়া-বলরামপুর যাওয়ার পথে উরমার কাছেই রয়েছে এই ড্যাম। অনেকেই শীতের এই মরশুমে এই ড্যামে পিকনিক করতে আসে। বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এখানে ভিড় জমান।
advertisement

আরও পড়ুন-ভারত এমন কিছু তৈরি করেছে যা দেখে বিশ্ব হতবাক! চিন, ইউরোপ স্তম্ভিত, আমেরিকাও প্রতিযোগিতায় নেই!

শান্ত নিরিবিলি পরিবেশ হওয়ার কারণে পর্যটক থেকে আশপাশের এলাকার মানুষ সকলেরই খুবই পছন্দের এই জায়গাটি। শীতের এই সিজনে পিকনিক করতে অনেকেই তাই এই জায়গাটিকে বেছে নেন।এ বিষয়ে এখানে পিকনিক করতে আসা পর্যটকেরা বলেন , এই ড্যাম খুবই সুন্দর। চারিদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ রয়েছে। শান্ত , স্নিগ্ধ হওয়ার কারণে এই জায়গায় আসলে যে কারোর মন ভরে যায়। ‌

advertisement

আরও পড়ুন- ৪৫ বছর বয়সে প্রিম্যাচিউর বেবি! ‘একটি সন্তানের জন্ম দাও, তারপর…’ মা হয়ে আফসোস অভিনেত্রীর

তবে এখানে সেভাবে গড়ে ওঠেনি কোনওপর্যটনকেন্দ্র। এই জায়গায় যদি পর্যটন কেন্দ্র গড়ে ওঠে তাহলে মানুষের ঢল আরও বাড়বে। সেইভাবে প্রচার না থাকার কারণে মানুষজনের সংখ্যা মোটামুটি থাকে বিরাট ভিড় থাকে না পুরুলিয়ার অন্যান্য পর্যটন কেন্দ্র বা পিকনিক স্পট গুলির মত। ‌শীত মানেই বেড়ানো। আর তার সঙ্গে পাল্লা দিয়ে চলে পিকনিক।

advertisement

আরও পড়ুন- প্রজনন ক্ষমতা তলানিতে! জনসংখ্যা যে হারে কমছে, শীঘ্রই ‘বিলুপ্ত’ হতে পারে…! জানেন কোন রাজ্য?

ছুটির দিন পেলেই তাই পিকনিকের আনন্দে মেতে ওঠে আট থেকে আসি। পিকনিকের এই মরশুমে তাই সমস্ত পিকনিক স্পটগুলো থাকে হাউসফুল। জেলা পুরুলিয়ার এই কুমারী ড্যামেও পিকনিকের ভিড় দেখা যায়। পর্যটক সমাগমে ভরে ওঠে এই ড্যাম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শান্ত নিরিবিলি পরিবেশে পিকনিক করতে চান? প্রিয়জনকে নিয়ে চলে আসুন এখানেই, মন ভরে যাবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল