TRENDING:

কলকাতার কাছে নতুন 'বিচ'...! জিবিডিএ-র সঙ্গে জোড়ার পরিকল্পনা গোবর্ধনপুর সমুদ্র সৈকতকে, বাড়বে পর্যটক!

Last Updated:

Travel: গঙ্গাসাগর বকখালি ডেভলপমেন্ট অথরিটি(জিবিডিএ)-র সঙ্গে জোড়ার পরিকল্পনা করা হচ্ছে পাথরপ্রতিমার জি-প্লটের গোবর্ধনপুরকে। ফলে এখানে পরিকাঠামোগত উন্নয়ন হবে। বাইরে থেকে আরও বেশি করে পর্যটক আসবে সেখানে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগর বকখালি ডেভলপমেন্ট অথরিটি(জিবিডিএ)-র সঙ্গে জোড়ার পরিকল্পনা করা হচ্ছে পাথরপ্রতিমার জি-প্লটের গোবর্ধনপুরকে। ফলে এখানে পরিকাঠামোগত উন্নয়ন হবে। বাইরে থেকে আরও বেশি করে পর্যটক আসবে সেখানে।
advertisement

এই সমুদ্র সৈকত পর্যটকদের কাছে জনপ্রিয় সমুদ্র সৈকত হিসেবে দ্রুত পরিচিত হয়ে উঠলেও। এখানে এসে পর্যটকরা সেরকম সুযোগ সুবিধা পেতেন না। ফলে অসুবিধা হত। সেই সমস্যার সমাধান করতে উদ্যোগী হন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা।

আরও পড়ুন: রাত ৩ টের সময় হঠাৎ ‘ঘুম’ ভেঙে যাওয়ার ‘অর্থ’ কী জানেন…? এক গভীর প্রাকৃতিক ‘সঙ্কেত’! কী করতে হবে জানা জরুরি!

advertisement

ইতিমধ্যে কলকাতা থেকে সরাসরি গাড়ি নিয়ে এখানে আসার জন্য কালিবঙ্গাল ঘাট ও চাঁদমারি ঘাটে পল্টন জেটি করা হয়েছে। রাস্তা চওড়া করা হচ্ছে। এরসঙ্গে ওই এলাকাটি জিবিডিএ-র সঙ্গে যুক্ত করলে আরও পরিকাঠামোগত উন্নয়ন হবে বলে মনে করা হচ্ছে।‌

View More

সুন্দরবনের অপরূপ শোভা থেকে শুরু করে সমুদ্র সৈকত সবই রয়েছে এখানে। গোবর্ধনপুরের সমুদ্র সৈকত প্রায় ১৫ কিলোমিটার লম্বা এবং ১০ কিলোমিটার চওড়া। বিস্তীর্ণ সমুদ্র সৈকতের পাশেই রয়েছে ধনচির জঙ্গল।

advertisement

আরও পড়ুন: ভারতীয় ১ টাকা নিয়ে এই ‘দেশে’ গেলেই ‘মালামাল’…! কত হবে জানেন? শুনলেই চমকে উঠবেন!

ফলে পর্যটকদের জন্য এই গোবর্ধনপুর নি:সন্দেহে আকর্ষণীয় একটি জায়গা তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু অনেকেই এখন এখানে গিয়ে সমস্ত কিছু সুযোগ সুবিধা না পাওয়ায় আর যেতে চাইছেন না সেখানে। সেই সমস্যা সমাধান করতে এবার নতুন পরিকল্পনা করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: লজ্জা পাবে পূর্ণিমার চাঁদ…! প্রতি রাতে ঘুমোনোর আগে মাখুন এই ‘একটি’ জিনিস, সকালে দেখুন তফাৎ, হ্যালোজেনের আলো ছড়াবে রূপ!

নতুন এই পরিকল্পনার ফলে গোবর্ধনপুরে পর্যটক আরও বাড়বে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। পর্যটনের নতুন দিগন্ত এখানে খুলে গেলে স্থানীয়রাও উপকৃত হবেন। এছাড়াও এই জায়গাটি আরও পরিচিতি পাবে বলে মত স্থানীয়দের। ফলে নতুন করে আশায় বুক বাঁধছেন তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কলকাতার কাছে নতুন 'বিচ'...! জিবিডিএ-র সঙ্গে জোড়ার পরিকল্পনা গোবর্ধনপুর সমুদ্র সৈকতকে
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কলকাতার কাছে নতুন 'বিচ'...! জিবিডিএ-র সঙ্গে জোড়ার পরিকল্পনা গোবর্ধনপুর সমুদ্র সৈকতকে, বাড়বে পর্যটক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল