বছর শেষে শীতকাল মানেই মন চায় পরিবার-পরিজন কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে চড়ুইভাতির আয়োজন করতে। সেই রকমই এক জায়গা আরামবাগের গড়মান্দারণ। হুগলি জেলা পরিষদের তরফ থেকে কয়েক কোটি টাকা খরচ করে ঢেলে সাজানো হয়েছিল গড়মান্দারন পর্যটনকেন্দ্রকে। কিন্তু সেখানেই পর্যটনের মরশুমে পর্যটকরা হতাশ। একদিকে চারিদিকে ছড়িয়ে রয়েছে ময়লা আবর্জনা। তার মধ্যেই চলছে আবারও পিকনিক।
advertisement
পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা পর্যটকরা অভিযোগ করছে, এই বছর থেকে পর্যটন কেন্দ্রের বিভিন্ন ক্ষেত্রের যে মূল্য তা বাড়ানো হয়েছে। গাড়ি পার্কিংয়ের চার্জ বাড়ানো হয়েছে, পিকনিক স্পটের চার্জ বাড়ানো হয়েছে। কিন্তু তার বদলে যে পরিষেবা পাওয়ার কথা, সেই পরিষেবা পাওয়া যাচ্ছে না।
সবথেকে সমস্যায় পড়ছেন মহিলারা। কারণ যে শৌচাগার তৈরি করা হয়েছিল তার একটি বন্ধ। অন্যটি একেবারেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। পর্যটন কেন্দ্রে এসে একাধিক ক্ষভ উগরে দিচ্ছেন পর্যটকরা।
রাহী হালদার





