প্রায় দু’ঘণ্টা অবরোধ চলার পরে ওঠে অবরোধ। পাশাপাশি রবিবার আক্রা স্টেশনে ভাঙচুর, অগ্নিসংযোগের জেরে, সোমবার সকালে শিয়ালদহ-বজবজ শাখায় সমস্ত ট্রেন বাতিল করা হয়। ট্রেন বাতিলের ঘোষণা করা হয় বিভিন্ন স্টেশনে।
ট্রেন বাতিলের ঘোষণায় বিপাকে পড়েন যাত্রীরা। ধপধপি স্টেশনে আধঘণ্টা ধরে ট্রেন অবরোধ চলে। গোচরণ-দক্ষিণ বারাসতেও ২ বার অবরোধ হয়। অবরোধের জেরে বাতিল করা হয় একটি ট্রেন।
advertisement
প্রতিবাদের টার্গেট রেল। বিভিন্ন জায়গায় রেল স্টেশনে ভাঙচুর-বিক্ষোভ। লক্ষ্মীকান্তপুরে ওভারহেডের তারে কলাপাতা ফেলে অবরোধ করায় সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তি। শিয়ালদহ দক্ষিণে ট্রেন চলাচলে সমস্যা। বজবজগামী কোনও ট্রেন ছাড়ছে না। বিপাকে পড়েছেন যাত্রীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 16, 2019 1:20 PM IST