না এই ছবিটা ভিন রাজ্যের কোনও স্টেশনের নয়। ছবিটা এই বাংলার বর্ধমানের। স্টেশনের নাম দেবীপুর। সোমবার বিকেল সোয়া পাঁচটা নাগাদ এই ছবিই ক্যামেরাবন্দি হয়েছে। দেখা যাচ্ছে রেলের একটু আগে দাঁড়িয়ে থাকা একটি বাসের নাকের ডগা দিয়ে শিয়ালদহের দিকে ছুটছে ডাউন মা তারা এক্সপ্রেস। স্থানীয়দের অভিযোগ, সময় মতো গেট না পড়ায় এই বিপত্তি। তাদের অভিযোগ, সময় মতো গেট ফেলতে পারেননি গেটম্যান।
advertisement
সোমবার ওই সময়েই যান্ত্রিক কারণে আটকে যায় রেলগেট। গেট খোলা থাকায় দেবীপুর স্টেশনেই ডাউন মা তারা এক্সপ্রেসকে দেড় মিনিট দাঁড় করিয়ে রাখা হয়। এরপর গতি পনেরো কিলোমিটার নামিয়ে ট্রেনটিকে নিয়ে যাওয়া হয়।
রেল যাই বলুক না কেন, মাত্র চারদিন আগেই এই শাখাতেই ব্লক লাইনে কাজের সময় ডাউন লাইনে চলে এসেছিল সীতামরি এক্সপ্রেস। শ্রমিকদের তৎপরতায় যে যাত্রায় দুর্ঘটনা এড়ায়। ঘটনায় মেমারি স্টেশনের স্টেশন মাস্টারকে সাসপেন্ডও করা হয়। সেই রেশ কাটার আগে এবার দেবীপুর। যেখানেও প্রশ্ন উঠছে রেলের ভূমিকা নিয়েও।