TRENDING:

Rail Strike: সাত সকালেই ট্রেন অবরোধ! যাত্রী বিক্ষোভে ব্যাপক বিপর্যস্ত ট্রেন চলাচল, কখন স্বাভাবিক হবে ট্রেন চলাচল? জানুন

Last Updated:

Rail Strike: কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে আপ আজিমগঞ্জ ভাগলপুর প্যাসেঞ্জার ট্রেন আটকিয়ে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর সাঁকোপাড়া হল্ট স্টেশনে। হাওড়া-কাটিহার এক্সপ্রেসের উপর নির্ভর করে থাকেন যাত্রীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফরাক্কা, তন্ময় মণ্ডল: কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে আপ আজিমগঞ্জ ভাগলপুর প্যাসেঞ্জার ট্রেন আটকিয়ে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর সাঁকোপাড়া হল্ট স্টেশনে। হাওড়া-কাটিহার এক্সপ্রেসের উপর নির্ভর করে থাকেন যাত্রীরা। কিন্তু এলাকায় দীর্ঘদিন ধরে স্টপেজ নেই। বারবার রেল আধিকারিকদের জানানো হলেও কর্ণপাত করছিলেন না বলেই ছিল অভিযোগ। তাই বাধ্য হয়ে পথে নেমে রেল অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা।
News18
News18
advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৬ঃ০৮মিনিটে সাঁকোপাড়া স্টেশনে প্রবেশ করার সময় আজিমগঞ্জ ভাগলপুর প্যাসেঞ্জার ট্রেন আটকিয়ে  বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বিক্ষোভের জেরে প্রায় ১৫ মিনিট আটকে থাকে প্যাসেঞ্জার ট্রেন। বিক্ষোভকরিদের দাবি, অবিলম্বে পুনরায় সাঁকোপাড়া হল্ট স্টেশনে কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দিতে হবে। যদিও রেল কর্তৃপক্ষ আশ্বাস দেন, উচ্চ অধিকারিকদের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের দাবি পূরণ করার চেষ্টা করা হবে। এই আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেওয়া হয়। যদিও রেল অবরোধের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে রেল চলাচল।

advertisement

আরও পড়ুনঃ বাগডোগরা থেকে সোজা ইম্ফল, আগরতলা! উত্তর-পূর্ব বেড়ানো এবারে অর্ধেক সময়ে, জানুন বিমানের সময়সূচি

View More

সেরা ভিডিও

আরও দেখুন
প্রায় প্রস্তুত বিশাল CCU ইউনিট! 'এই' হাসপাতালে এবার আরও উন্নত চিকিৎসা
আরও দেখুন

বিক্ষোভকারীদের দাবি, আমাদের কাটিহার এক্সপ্রেস ট্রেনে স্পপেজ দিলেই হাওড়া ও কলকাতা যাওয়া বা আসার ক্ষেত্রে সুবিধা প্রদান হবে। কিন্তু ট্রেনের আগে স্টপেজ থাকলেও এখন বর্তমানে নেই। যাত্রীদের কথা মাথায় রেখেই যেন স্টপেজ দেওয়া যায় সেই জন্য বাধ্য হয়ে রেল অবরোধ করা হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rail Strike: সাত সকালেই ট্রেন অবরোধ! যাত্রী বিক্ষোভে ব্যাপক বিপর্যস্ত ট্রেন চলাচল, কখন স্বাভাবিক হবে ট্রেন চলাচল? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল