জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৬ঃ০৮মিনিটে সাঁকোপাড়া স্টেশনে প্রবেশ করার সময় আজিমগঞ্জ ভাগলপুর প্যাসেঞ্জার ট্রেন আটকিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বিক্ষোভের জেরে প্রায় ১৫ মিনিট আটকে থাকে প্যাসেঞ্জার ট্রেন। বিক্ষোভকরিদের দাবি, অবিলম্বে পুনরায় সাঁকোপাড়া হল্ট স্টেশনে কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দিতে হবে। যদিও রেল কর্তৃপক্ষ আশ্বাস দেন, উচ্চ অধিকারিকদের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের দাবি পূরণ করার চেষ্টা করা হবে। এই আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেওয়া হয়। যদিও রেল অবরোধের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে রেল চলাচল।
advertisement
আরও পড়ুনঃ বাগডোগরা থেকে সোজা ইম্ফল, আগরতলা! উত্তর-পূর্ব বেড়ানো এবারে অর্ধেক সময়ে, জানুন বিমানের সময়সূচি
বিক্ষোভকারীদের দাবি, আমাদের কাটিহার এক্সপ্রেস ট্রেনে স্পপেজ দিলেই হাওড়া ও কলকাতা যাওয়া বা আসার ক্ষেত্রে সুবিধা প্রদান হবে। কিন্তু ট্রেনের আগে স্টপেজ থাকলেও এখন বর্তমানে নেই। যাত্রীদের কথা মাথায় রেখেই যেন স্টপেজ দেওয়া যায় সেই জন্য বাধ্য হয়ে রেল অবরোধ করা হয়েছিল।