সোদপুর ৮ নম্বর রেলগেটে কাজ করতেন বুদ্ধদেব সাহা। রেলগেট ফেলতে গিয়ে হল বিপত্তি। রেলগেট ফেলে লাইনে ট্রেন দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত রেলের গেটম্যানের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়।
আরও পড়ুন: অতি চালাকের গলায় দড়ি! তিনটি শব্দই ধরিয়ে দিল সোনমকে! পুলিশের ওই এক সন্দেহেই সোনমের সব পর্দাফাঁস
advertisement
গত ৬ জুন ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল মেমারিতেও। হাওড়া বর্ধমান মেইন শাখার মেমারি স্টেশনে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম আনিস বেগম। তাঁর বয়স ৩৫ বছর।
রেল পুলিশ জানিয়েছে, মৃতা আনিস পূর্ব বর্ধমানের জামালপুর থানার শুড়েকালনার বাসিন্দা। শুক্রবার বিকেলে শুড়েকালনা থেকে পরিবারের সঙ্গে তিনি বাপের বাড়িতে যাচ্ছিলেন ইদ উদযাপন করতে। হুগলির বাঁশবেড়িয়াতে তাঁর বাপের বাড়ি। যাওয়ার সময় মেমারি স্টেশনে দুর্ঘটনা ঘটে।
সুবীর দে