ঘটনার খবর পেয়েই ছুটে আসে রেলের রেসকিউ টিম। ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। সঙ্গে খড়গপুর টাউন থানার পুলিশ এবং রেল পুলিশের আধিকারিকরা। বারবার যাত্রীবাহী ট্রেনের দুর্ঘটনায় কবলে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে রীতি মতো। সাধারণ যাত্রীদের মধ্যে বামদের ছাত্র সংগঠন DYFI জেলা সম্পাদক সুমিত গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, খড়গপুর স্টেশনেই বসেছিলেন। এই ট্রেনের খবর পেয়ে ছুটে আসেন খড়্গপুরের পোর্টার খুলির কাছে এবং বারবার যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনা কবলে পড়ায় রেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
advertisement
আরও পড়ুন: পালালেন তৃণমূল নেতারা, রক্তাক্ত একাধিক! অভিষেকের সভায় মারাত্মক ঘটনা, শোরগোল
যদিও এই দুর্ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ রেলের আধিকারিকরা। সংবাদ মাধ্যম খবর ও ছবি তুলতে গেলে ছবি তুলতে বাধা দেন রেল পুলিশের কর্মীরা। খড়গপুর, মেদিনীপুর বা ঝাড়খণ্ড যাওয়ার সমস্ত ট্রেন বেশ কিছুক্ষণ বন্ধ থাকে বলে রেল সূত্রের খবর।
আরও পড়ুন: ফের ওড়িশায় ট্রেনে ভয়াবহ ঘটনা, মুহূর্তে দাউদাউ আগুন! এসি কামরায় কান্নার রোল
শেষমেষ রাত বারোটা চল্লিশ নাগাদ ট্রেনটিকে ট্র্যাকে তুলে স্টেশনে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে তীব্র গরমে দুর্ঘটনাগ্রস্ত এলাকাতে কাজ করার সময় হঠাৎই এক রেল কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিয়ে যাওয়া হয় রেলের হাসপাতালে। সেখানে তার চিকিৎসার চলছে। তীব্র গরমের কারণ অসুস্থ হয়েছেন তিনি, রেল সূত্রে এমনই খবর।