ঠিক সেই সময়ই দাঁড়িয়ে থাকা মালগাড়িটির পিছনে সজোরে ধাক্কা মারে আরেকটি মালগাড়ি। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সূত্রের খবর, ধাক্কার তীব্রতায় দুটি মালগাড়ির মোট ১২টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। ঘটনায় বিষ্ণুপুরগামী মালগাড়িটির চালক গুরুতরভাবে জখম হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে গাড়ি ব্যবহারে কঠোর নিয়ম, পাশাপাশি বাইক মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের
advertisement
দুই মালগাড়ির সংঘর্ষের প্রচণ্ড শব্দে রবিবার সাতসকালে আঁতকে ওঠেন সকলে। দুর্ঘটনাস্থলে দৌড়ে আসেন স্থানীয়রা। স্থানীয়েরাই এগিয়ে এসে চলন্ত মালগাড়ির ভিতরে আটকে পড়া লোকো পাইলটদের উদ্ধার করেন। রেল সূত্রে জানা গিয়েছে, মালগাড়ির এক চালকের সামান্য আঘাত লেগেছে।
আরও পড়ুন: মর্মান্তিক! টাইটানে অন্যের ছেড়ে দেওয়া সিটে বসে ছেলেকে নিয়ে তলিয়ে গেলেন ধনকুবের
অন্যদিকে এ ঘটনায় ইতিমধ্যেই বাতিল করা হয়েছে পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস। পাশাপাশি পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেসকে পুরুলিয়া স্টেশন থেকে চান্ডিল টাটানগর দিক থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। 12883 সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস বাতিল। 58025 খড়গপুর হাটিয়া প্যাসেঞ্জার ও বাতিল। বিধ্বংসী করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার আতঙ্কের রেশ না কাটতেই ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ওড়িশায়৷ রায়গড় জেলার আমবাডোলা এলাকাতেই লাইনচ্যুত হয়েছিল মালগাড়ির ৪ টি ওয়াগন৷ এবার খাস বাঁকুড়ায় ঘটল মালগাড়ি দুর্ঘটনা।
দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বাঁকুড়ার ওন্দা স্টেশনের লুপ লাইনে বিষ্ণুপুরের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়া অন্য একটি মালগাড়ি সেই লুপ লাইনে ঢুকে পড়ে। দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে চলন্ত গাড়িটি। মালগাড়ির গতি বেশি থাকায় তার ইঞ্জিন অপর মালগাড়ির উপরে উঠে পড়ে। দুমড়ে মুচড়ে যায় একাধিক বগি। দুই মালগাড়ির মোট ১২টি বগি লাইনচ্যুত হয়েছে এই দুর্ঘটনার ফলে।