আরও পড়ুন: আর কিছুক্ষণেই…! বজ্রবিদ্যুৎ-ঝড়, বৃষ্টি তাণ্ডব দক্ষিণের ‘ছয়’ জেলায়, কবে থামবে দুর্যোগ?
ঘটনার খবর পেয়ে রঘুনাথপুর শহরের বাসিন্দা সমাজসেবী রজত শুভ্র চক্রবর্তী, হিমাংশু মণ্ডল, অম্লান মুখার্জি ও তন্ময় পাল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রঘুনাথপুর থানার পুলিশকে খবর দেন এবং আহতদের রাস্তা থেকে উদ্ধার করে স্থানীয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।বর্তমানে আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহত ৮ জনের মধ্যে ৩ জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এবং ১ জনকে দুর্গাপুরের মিশন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে।
advertisement
বাকিরা সকলেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। উদ্ধারকারীদের মধ্যে রজত শুভ্র চক্রবর্তী জানান, “আহতরা বিজয়ার রাতে প্রতিমা দর্শনে গিয়েছিলেন নিতুরিয়ায়। তাদের মধ্যে প্রশান্ত কুমার দাসের অবস্থা খুবই আশঙ্কাজনক রয়েছে। প্রশান্ত বর্তমানে দুর্গাপুর মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”
অন্যদিকে রঘুনাথপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গাড়িটির ব্রেক ফেল করেছিল, নাকি চালকের অসাবধানতার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে বলে জানা যায়।