TRENDING:

Howrah: ডিভাইডার টোপকে উল্টো লেনে ট্রাক, বেপরোয়া গতি পিষে দিল, র*ক্তাক্ত ১৬ নম্বর জাতীয় সড়ক

Last Updated:

Domjur Accident: মর্মান্তিক দুর্ঘটনা ১৬ নম্বর জাতীয় সড়কে। ডোমজুড়ের পাকুরিয়া কালিতলা এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় বলি ১। ডিভাইডার টোপকে উল্টো লেনে চলে আসে ট্রাক। সেই সময়ে রাস্তা পার করতে গিয়ে ট্রাকের চাকায় পিষে যান শ্রমিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডোমজুড়, হাওড়া, রাকেশ মাইতি: ডোমজুড় পাকুরিয়া কালিতলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির। হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গতির বলি ১। জাতীয় সড়ক সংলগ্ন কারখানার শ্রমিক রাস্তা পার করার সময় দুর্ঘটনার শিকার হন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়।
বেপরোয়া ট্রাকের ধাক্কায় ১৬ নম্বর জাতীয় সড়কে মৃত্যু
বেপরোয়া ট্রাকের ধাক্কায় ১৬ নম্বর জাতীয় সড়কে মৃত্যু
advertisement

জানা যায়, কোলাঘাটগামী লেনে লোহার রড বোঝাই একটি ট্রাক সামনে থাকা অপর একটি ট্রাকে ধাক্কা মারে, এর ফলে সামনে থাকা ট্রাকটি রাস্তার ডিভাইডার টপকে কলকাতাগামী লেনে চলে আসে। সেই সময় উল্টো দিকের লেন পারাপার করছিলেন জাতীয় সড়ক সংলগ্ন কারখানার এক শ্রমিক। ডিভাইডার টপকে আসা ট্রাকের চাকা ওই ব্যক্তির উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলাই মৃত্যু হয় শ্রমিকের।

advertisement

আরও পড়ুনঃ রাতে গাড়ি চালানোর সময় চোখে ঘুম, ব্যস! নিয়ন্ত্রণ হারিয়ে…! দুমড়ে মুচড়ে গাড়ি, আশ্চর্যজনকভাবে প্রাণরক্ষা চালকের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ। ঘাতক ট্রাকটিকে আটক করলেও পলাতক গাড়ির চালক ও খালাসি। ঘটনার যেরে যানজট সৃষ্টি হয় ১৬ নম্বর জাতীয় সড়কের ডানকুনিগামী লেনে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে শব্দদানবের দাপাদাপি! আলোর উৎসবের আগে মেদিনীপুরে বিরাট আয়োজন
আরও দেখুন

জানা যায়, রড বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর ট্রাকে ধাক্কা মারে। অনিয়ন্ত্রিত গতির ফলে এই দুর্ঘটনা বলেই অনুমান। তবে এই মর্মান্তিক ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ব্যস্ত জাতীয় সড়কের সন্ধ্যায় এমন দুর্ঘটনার জেরে প্রভাব পড়ে যান চলাচলে। এর ফলে ডানকুনিগামী লেনে যানজট সৃষ্টি হয়। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah: ডিভাইডার টোপকে উল্টো লেনে ট্রাক, বেপরোয়া গতি পিষে দিল, র*ক্তাক্ত ১৬ নম্বর জাতীয় সড়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল