জানা যায়, কোলাঘাটগামী লেনে লোহার রড বোঝাই একটি ট্রাক সামনে থাকা অপর একটি ট্রাকে ধাক্কা মারে, এর ফলে সামনে থাকা ট্রাকটি রাস্তার ডিভাইডার টপকে কলকাতাগামী লেনে চলে আসে। সেই সময় উল্টো দিকের লেন পারাপার করছিলেন জাতীয় সড়ক সংলগ্ন কারখানার এক শ্রমিক। ডিভাইডার টপকে আসা ট্রাকের চাকা ওই ব্যক্তির উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলাই মৃত্যু হয় শ্রমিকের।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ। ঘাতক ট্রাকটিকে আটক করলেও পলাতক গাড়ির চালক ও খালাসি। ঘটনার যেরে যানজট সৃষ্টি হয় ১৬ নম্বর জাতীয় সড়কের ডানকুনিগামী লেনে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যায়, রড বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর ট্রাকে ধাক্কা মারে। অনিয়ন্ত্রিত গতির ফলে এই দুর্ঘটনা বলেই অনুমান। তবে এই মর্মান্তিক ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ব্যস্ত জাতীয় সড়কের সন্ধ্যায় এমন দুর্ঘটনার জেরে প্রভাব পড়ে যান চলাচলে। এর ফলে ডানকুনিগামী লেনে যানজট সৃষ্টি হয়। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।