সূত্রে জানা গেছে, গতকাল অর্থাৎ ৫ সেপ্টেম্বর বিকেলে গয়াসুর দাস-সহ পাঁচজন কর্মী ও আধিকারিককে নিয়ে একটি চারচাকা গাড়িতে করে মাইনসের উপরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎই পাহাড়ের ওপর থেকে বিশাল পাথরের ধস নামে। সেই পাথরের প্রচণ্ড ধাক্কায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দু’শো ফুট গভীর খাদে পড়ে যায় এবং সোজা মাইনসের গভীর জলে তলিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: এলোপাথাড়ি কোপ বৃদ্ধাকে, ডাইনি সন্দেহে নৃশংসভাবে খুন, কোথায় ঘটল এই হাড়হিম ঘটনা?
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধানবাদ জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ এবং এনডিআরএফের দল। রাতভর চলে উদ্ধারকাজ। ইতিমধ্যেই তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত বীরভূমের খয়রাশোল ব্লকের নবসন গ্রামের বাসিন্দা গয়াসুর দাসের দেহ উদ্ধার হয়নি।
আরও পড়ুন: আবাসনের চাঙড় ভেঙে আহত ২ পথচারী, পানিহাটিতে মারাত্মক অভিযোগ
এই মর্মান্তিক ঘটনায় নবসন গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রশাসন জানিয়েছে, বাকি দেহ উদ্ধারের জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।