TRENDING:

গাড়ি চালাচ্ছিলেন, হঠাৎ ঢুকে গেল সামনের রাস্তা...ভয়াবহ ঘটনার কবলে বাঙালি শ্রমিক

Last Updated:

ঝাড়খণ্ডের ধানবাদে খোলামুখ কোল মাইনসে ভয়াবহ দুর্ঘটনা! পাহাড় ধসে গাড়িসহ ছয়জন কর্মী গভীর জলে তলিয়ে গেলেন, নবসনের গয়াসুর দাসের দেহ এখনও উদ্ধার হয়নি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খয়রাশোল, বীরভূম, সুদীপ্ত গড়াই: ঝাড়খণ্ডের ধানবাদ জেলার কাটাপাহাড়ী খোলামুখ কোল মাইনসে ভয়াবহ দুর্ঘটনায় নিখোঁজ বীরভূমের খয়রাশোল ব্লকের নবসন গ্রামের বাসিন্দা গয়াসুর দাস। বছর পঞ্চাশের এই তরতাজা যুবক পেশাগত কারণে প্রায় দশ-বারো বছর ধরে AMPL খোলামুখ মাইনসে কাজ করছিলেন।
ভয়াবহ দুর্ঘটনায় নিখোঁজ বীরভূমের খয়রাশোল ব্লকের নবসন গ্রামের বাসিন্দা গয়াসুর দাস
ভয়াবহ দুর্ঘটনায় নিখোঁজ বীরভূমের খয়রাশোল ব্লকের নবসন গ্রামের বাসিন্দা গয়াসুর দাস
advertisement

সূত্রে জানা গেছে, গতকাল অর্থাৎ ৫ সেপ্টেম্বর বিকেলে গয়াসুর দাস-সহ পাঁচজন কর্মী ও আধিকারিককে নিয়ে একটি চারচাকা গাড়িতে করে মাইনসের উপরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎই পাহাড়ের ওপর থেকে বিশাল পাথরের ধস নামে। সেই পাথরের প্রচণ্ড ধাক্কায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দু’শো ফুট গভীর খাদে পড়ে যায় এবং সোজা মাইনসের গভীর জলে তলিয়ে যায়।

advertisement

আরও পড়ুন: এলোপাথাড়ি কোপ বৃদ্ধাকে, ডাইনি সন্দেহে নৃশংসভাবে খুন, কোথায় ঘটল এই হাড়হিম ঘটনা?

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধানবাদ জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ এবং এনডিআরএফের দল। রাতভর চলে উদ্ধারকাজ। ইতিমধ্যেই তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত বীরভূমের খয়রাশোল ব্লকের নবসন গ্রামের বাসিন্দা গয়াসুর দাসের দেহ উদ্ধার হয়নি।

advertisement

আরও পড়ুন: আবাসনের চাঙড় ভেঙে আহত ২ পথচারী, পানিহাটিতে মারাত্মক অভিযোগ

এই মর্মান্তিক ঘটনায় নবসন গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রশাসন জানিয়েছে, বাকি দেহ উদ্ধারের জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গাড়ি চালাচ্ছিলেন, হঠাৎ ঢুকে গেল সামনের রাস্তা...ভয়াবহ ঘটনার কবলে বাঙালি শ্রমিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল