হেলমেট পরে কিংবা সিটবেল্ট লাগিয়ে অর্থাৎ যারা ট্র্যাফিক নিয়ম মেনে গাড়ি চালাচ্ছেন তাদের মিষ্টিমুখ করানো হল কাটোয়া ট্র্যাফিক পুলিশের উদ্যোগে। এই প্রসঙ্গে কাটোয়া ট্র্যাফিক ওসি স্নেহাশীষ চৌধুরী বলেন, “প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সুপিরিয়র অফিসারদের অনুমতি নিয়ে আমরা ঠিক করেছি প্রজাতন্ত্র দিবসের দিনে কাউকে ফাইন করব না। যারা ট্রাফিক নিয়ম মানবে না এই বিশেষ দিনে তাদের লজ্জা দেওয়ার জন্য যারা ট্রাফিক নিয়ম মেনে যাতায়াত করবেন তাদের মিষ্টিমুখ করানোর মাধ্যমে ধন্যবাদ জানাব। অবশ্যই প্রত্যেকের ট্রাফিক নিয়ম মেনে চলা প্রয়োজন।”
advertisement
আরও পড়ুন: বাতিল সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে সরস্বতী প্রতিমা দেশ ছাড়িয়ে পাড়ি দিয়েছে বিদেশেও
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রবিবার দুপুর নাগাদ পুলিশের এই মিষ্টি খাওয়ানোর দৃশ্য দেখা যায় কাটোয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। অন্যদিকে যারা নিয়ম না মেনেই গাড়ি চালাচ্ছেন তাদেরকে সচেতন করতেও দেখা যায় পুলিশকর্মীদের। প্রজাতন্ত্র দিবসের দিন কাটোয়া ট্রাফিক পুলিশের তরফ থেকে কোনও বাইক চালককে ফাইন করা হয়নি। ফাইনের পরিবর্তে প্রত্যেককে সচেতন করা হয়েছে এবং হেলমেট পরে, ট্রাফিক নিয়ম মেনে বাইক চালানোর জন্য বলা হয়েছে। তবে যে সকল বাইক আরোহী হেলমেট পরেছিলেন তাদের মিষ্টিমুখ করানো হয়েছে। পুলিশের এহেন উদ্যোগে খুশি বহু সাধারণ মানুষ। বাসুদেব পাল নামের এক বাইক আরোহী বলেন, “এটা সত্যিই খুবই ভাল একটা উদ্যোগ। সকলেরই হেলমেট পরে, ট্রাফিক নিয়ম মেনে যাতায়াত করা দরকার।”
প্রজাতন্ত্র দিবসের দিনে শুধুমাত্র সচেতন করা হলেও, যারা আগামীদিনে ট্রফিক নিয়ম না মেনে গাড়ি চালাবেন তাদের জন্য আইনত ব্যবস্থা নেওয়া হবে। তবে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য, পুলিশের তরফ থেকে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানোর এহেন দৃশ্য সত্যিই অভিনব।
বনোয়ারীলাল চৌধুরী