পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে অন্যান্য সমস্যার মধ্যে অন্যতম বাসস্ট্যান্ডের সমস্যা। প্রতিদিন রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে যায় বাস। যাত্রী ওঠানো নামানো ছাড়াও, ছাড়ার নির্দিষ্ট সময় পর্যন্ত রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে যাত্রী বোঝাই বাস। স্বাভাবিকভাবে সমস্যায় পড়তে বাইক চালক থেকে অন্যান্য বিভিন্ন বাণিজ্যিক গাড়ি চালককেও। নির্বাচনের আগে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।
advertisement
আরও পড়ুন: সব দলের হয়েই প্রচার করছেন একজনরা! অবাক ঘটনা মালদহে
কেশিয়াড়ির মূল বাজারকে কেন্দ্র করে বহু মানুষের আনাগোনা হয়। এই ব্লকের বাজারকে কেন্দ্র করে বিভিন্ন দিকে বাস যাতায়াত করে। কিন্তু নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকার কারণে রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে থাকতে হয় বাসগুলোকে। যাত্রী উঠানো নামানো করতে হয় রাজ্য সড়কের উপরেই। স্বাভাবিকভাবে যানজট লেগেই থাকে। বারংবার বৈঠক করা হলেও সূরাহা মেলেনি।
প্রসঙ্গত বেশ কয়েক বছর আগে মূল বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে তৈরি করা হয়েছিল সেন্ট্রাল বাস স্ট্যান্ড। যেখানে পর্যাপ্ত পরিকাঠামো নেই বাস ঢোকা কিংবা বেরোনোর। এছাড়াও মূল বাজার থেকে অনেকটা দূরে হওয়ার কারণে বাস ঢুকে না এই বাসস্ট্যান্ডে। স্বাভাবিকভাবে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সেন্ট্রাল বাসস্ট্যান্ডটি। তবে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ