TRENDING:

সীমান্ত গ্রামের ধুনির ঘরেই আজও পূজিত হন মা দুর্গা! জমিদারবাড়ির জৌলুস নেই, কিন্তু গন্ধ মিশে আছে 'পথের পাঁচালী'র

Last Updated:

Traditional Durga Puja : বিভূতিভূষণের স্মৃতি জড়িয়ে আছে পানিতরের ধুনির ঘরের দুর্গাপুজোয়। যা আজও বয়ে আনে ঐতিহ্যের গন্ধ। সেই বাড়িতেই আজও পূজিত হন ধুনির ঘরের দুর্গা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, জুলফিকার মোল্যা: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি জড়িয়ে আছে পানিতরের ধুনির ঘরের দুর্গাপুজোয়। যা আজও বয়ে আনে ঐতিহ্যের গন্ধ। বাংলা সাহিত্য জগতে পানিতর নামটি এক অনন্য স্মৃতিবাহী গ্রাম। ভারত–বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে ইছামতি নদী। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বাড়ি ছিল এখানেই।
advertisement

সেই বাড়িতেই আজও পূজিত হয় ধুনির ঘরের দুর্গা, যা একসময় দুই বাংলার মানুষের কাছে হয়ে উঠেছিল অন্যতম আকর্ষণ। আজ আর জমিদারবাড়ির জৌলুস নেই। তবু হারায়নি পুজোর আভিজাত্য। অষ্টমী ও নবমীতে গ্রামের প্রতিটি মানুষ ভিড় জমান মহাভোজে, যা স্থানীয়রা ‘ভজরাম’ নামে চেনেন। বছরের এই কয়েকটি দিন পানিতর যেন ফিরে পায় তার অতীত ঐশ্বর্য।

advertisement

আরও পড়ুন : সাপ-জোঁককে সঙ্গী করেই রোজগারের পথে, ঘাস কেটে সংসার চালাচ্ছেন বাস্তবের দুর্গারা! জানেন কোথায় হচ্ছে এমন কাহিনী?

পানিতরের সঙ্গেই জড়িয়ে রয়েছে বিভূতিভূষণের জীবনের বহু অজানা অধ্যায়। শৈশবেই বাবার হাত ধরে গ্রামে যাতায়াত শুরু হয়েছিল তাঁর। এখানেই পরিচয় হয় মোক্তার কালীভূষণ মুখোপাধ্যায়ের মেয়ে গৌরীদেবীর সঙ্গে। পরে যাঁকে তিনি বিয়ে করেন। তবে বিয়ের মাত্র এক বছর পরই কলেরায় অকালে মৃত্যুবরণ করেন গৌরীদেবী।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

স্ত্রীর শোকে ভেঙে পড়া বিভূতিভূষণ দীর্ঘদিন কাটিয়েছেন এই গ্রামে। এখানেই তিনি লিখেছেন ‘পথের পাঁচালী’ ও ‘ইছামতী’-র মতো অমূল্য সৃষ্টি। আজও ধুনির ঘরের এই পুজো কেবল পুজো নয়, বহু ঐতিহাসিক ও সাহিত্যিক স্মৃতির বাহক। স্থানীয়দের পাশাপাশি ওপার বাংলার মানুষদেরও ভিড় জমে এখানে। বিভূতিভূষণের স্পর্শে ধন্য এই পুজো তাই শুধু ঐতিহ্যের নয়, সাহিত্যপ্রেমীদের কাছেও সমান তাৎপর্যপূর্ণ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সীমান্ত গ্রামের ধুনির ঘরেই আজও পূজিত হন মা দুর্গা! জমিদারবাড়ির জৌলুস নেই, কিন্তু গন্ধ মিশে আছে 'পথের পাঁচালী'র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল