স্থানীয় সূত্রে, জানা যায় পুরুলিয়া ও কলকাতা থেকে প্রায় ২০ জন পর্যটকদের একটি দল সুন্দরবনের ভ্রমণ করতে এসেছিল। কৈখালী থেকে তারা লঞ্চে করে সুন্দরবন ভ্রমণ করতে বেরিয়েছিল। এরপর বনদফতরের বনি ক্যাম্প ওয়াচ টাওয়ারে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করার সময়। পর্যটকরা দেখতে পায় বাঘ। জঙ্গল থেকে বেরিয়ে এসে বনদপ্তরের তৈরি করা মিষ্টি জলের জলাশয় জলপান করতে। অনেক পর্যটকরা দাবি করছে তারা একটা বাঘ দেখেনি তিনটি বাঘ দেখেছে। সুন্দরবনের ঘুরতে এসে বাঘ দর্শনে খুশি পর্যটকেরা। এ বিষয়ে পুরুলিয়ার বাসিন্দা সোমা বিশ্বাস তিনি বলেন, আমরা খুব আনন্দিত সুন্দরবনের বাঘ দর্শনের উদ্দেশ্যেই আমরা এসেছি। আমাদের স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে একসঙ্গে দুটি বাঘ দেখলাম জঙ্গল থেকে বেরিয়ে এসে জলাশয় জল পান করতে।
advertisement
এ বিষয়ে বন দফতরের মুখ্য বন আধিকারিক(DFO) নিশা গোস্বামী তিনি জানান, বনি ক্যাম্পে বনদফতর এর পক্ষ থেকে বন্যপ্রাণীদের পানীয় জলের সংকট মেটানোর জন্য বেশ কয়েকটি জলাশয় করা রয়েছে। সেই জলাশয় এর সাধারণত হরিণ থেকে শুরু করে বন্যপ্রাণীরা পানীয় জলের চাহিদা পূরণ করার জন্য আসে। বনি ক্যাম্পে এর আগেও পর্যটকেরা বাঘের দেখা পেয়েছিল। এ বিষয়ে এক পর্যটক মহুয়া সেনগুপ্ত তিনি বলেন, এই প্রথমবার বন্ধুদের সঙ্গে সুন্দরবনে ঘুরতে এসেছিলাম। সুন্দরবন এ ঘুরতে আসা সার্থক হয়েছে। বাঘের দর্শন পেয়েছি আমরা এই স্মৃতি ভোলার নয়। প্রসঙ্গত এর আগেও বেশ কয়েকবার সুন্দরবনের ঘুরতে এসে বনি ক্যাম্প জঙ্গলে বাঘের দর্শন পেয়েছিল পর্যটকেরা।