ডিসেম্বরের শুরুতেই কার্যত শীতের আবহাওয়া শুরু হয়েছে বীরভূমে। সকাল থেকে বিকেল পর্যন্ত মৃদু আবহাওয়ায় পর্যটকদের ভিড় জমছে বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে লক্ষ্য করা গেল এমনই এক দৃশ্য। হাজারে হাজারে পর্যটকরা শিল্পীদের কাছ থেকে কেনাকাটায় ব্যস্ত। পাশাপাশি আদিবাসীদের সঙ্গে নৃত্যে তালে তাল মিলাচ্ছেন আট থেকে আশি সকলে। সব মিলিয়ে শীতের মেজাজে পর্যটকেরা।
advertisement
আরও পড়ুনঃ ১০ টাকা বাড়ছে মেট্রো ভাড়া! কোন রুটে, কোন সময় চড়লে গুণতে হবে অতিরিক্ত টাকা? জানুন
অন্যদিকে আর কিছুদিন পরেই ২০১৯ সালের পর ফের ঐতিহ্যবাহী পৌষ মেলার আয়োজন করতে চলেছে শান্তিনিকেতন বিশ্বভারতী কর্তৃপক্ষ। পূর্বপল্লীর ময়দানে রীতি মেনে পুরনো ছন্দে ফিরছে পৌষ মেলা। করোনা আবহাওয়া থেকে বন্ধ হয়ে যায় বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা তবে এই বছর একাধিক বার বৈঠকের পর সিদ্ধান্ত গ্রহণ করা হয় রাজ্য সরকার এবং প্রশাসনের পূর্ণ সহযোগিতায় পুরানো ছন্দে পৌষমেলার আয়োজন হবে।
আরও পড়ুনঃ ফুসফুস-ত্বক-স্তনের ক্যানসার ঠেকায় এই টক-মিষ্টি ফল, নিয়ন্ত্রণে রাখে সুগার, শীতে রোজ খাওয়া মাস্ট
অন্যদিকে, এ বছরের অন্যতম আনন্দের বিষয় চারদিন নয় ঐতিহ্যবাহী পৌষ মেলা হবে ছ’দিনের। তাতেই কার্যত মুখে হাসি ফুটেছে হস্তশিল্প ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত ধরনের ব্যবসায়ীদের। কলকাতা থেকে আগত এক পর্যটক জানান, চারদিনের জায়গায় ছ’দিন পৌষমেলা হওয়ার ফলে একদিকে যখন হস্তশিল্প ব্যবসায়ীদের আয় বাড়বে, ঠিক অন্যদিকে দূরদূরান্ত থেকে আগত পর্যটকেরা একটু বেশি সময় নিয়ে এত বছর পর মেলার আনন্দ উপভোগ করতে পারবেন।
সৌভিক রায়