একেবারে ভিন্ন স্বাদের নিউ ইয়ারের উদযাপন হল পাহাড়তলির কোলে। এ বিষয়ে বাঘমুন্ডি হোটেল, লজ ও রিসর্ট ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত চন্দ্র কুমার বলেন, তারা যে পরিকল্পনা নিয়ে এগিয়েছিলেন তা দারুণ ভাবে সফল হয়েছে। পর্যটকেরা খুবই আনন্দ উপভোগ করেছেন এই ভাবে নিউ ইয়ার সেলিব্রেট করতে পেরে।
আরও পড়ুনঃ নতুন বছর শুরু হল মা বর্গভীমার আশীর্বাদ নিয়ে! সতীপীঠে পুজো দেওয়ার হিড়িক, চলছে ব্যবসায়ীদের খাতাপুজো
advertisement
এ বিষয়ে এক পর্যটক বিশ্বজিৎ কর বলেন, ডিজে পার্টির স্বাদ তারা কলকাতাতেও পান কিন্তু এখানে ছৌ ঝুমের তালে যে ভাবে নিউ ইয়ার উদযাপন হল তা খুবই সুন্দর। তাদের খুবই ভাল লেগেছে এই অভিনব ভাবে নিউ ইয়ার উদযাপন করতে পেরে। দু-দিনের ছুটি কাটাতে পর্যটকেরা পুরুলিয়ায় এসেছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখানে তারা মাটির গন্ধ, পুরুলিয়া লোকসংস্কৃতির স্বাদ উপভোগ করতে চান। ডিজে গান চালিয়ে নতুন বছরের স্বাগত শহর কলকাতা ও অন্যান্য জায়গাতেও হয়ে থাকে। কিন্তু বাউল, ছৌ, ঝুমুরের সঙ্গে নতুন বছরের আগমন একেবারে ভিন্ন স্বাদ পেলেন পর্যটকেরা।





