ভূস্বর্গের সৌন্দর্যের টানে কাশ্মীরে গিয়ে হড়পা বান আর জঙ্গি হামলা এই দুইয়ের জাঁতাকলে পড়ে চরম সমস্যার সম্মুখীন হতে হয় এই পর্যটকদের। জঙ্গি হামলার ঠিক একদিন আগেই বৈসারন ভ্যালিতে ছিলেন তাঁরা। ১২জনের ওই দলে ছিলেন পাঁচজন পুরুষ এবং সাতজন মহিলা। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে পড়ে বাজেটেও ঘাটতি দেখা দেয় তাঁদের। খরচ বাঁচানোর জন্য বাধ্য হয়ে তাঁরা দোকান থেকে আলু, ডিম কিনে কোনওরকমে হোটেলে রান্না করে খেয়েছেন। পর্যটকদের এই দুরবস্থা শুনে হোটেল কর্তৃপক্ষ অবশ্য তাঁদের রান্না-সহ সাহায্যের হাত বাড়িয়ে দেন। তবে ফেরার জন্য গাড়ি থেকে প্লেনের টিকিট এতটাই বেড়ে যায় যে নিরুপায় হয়ে পড়েন সকলে। এরপর নানা ভাবে সাহায্য নিয়ে, শেষে ১২ জনের জন্য ২ লক্ষ ১৮ হাজার টাকার বিনিময়ে বিমানের টিকিট কেটে শ্রীনগর থেকে কলকাতায় পৌঁছোন তারা।
advertisement
ঘুরতে গিয়ে যে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে তা যেন কল্পনাই করতে পারেননি গুপী মজুমদার, পল্লবী দাস, শম্পা মজুমদাররা। বাড়িতে ফিরতে পেরে যেন মিলেছে স্বস্তি। তবে এখনও চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ। অতিরিক্ত যে টাকা ধার নিয়ে প্রানে বেঁচে ফিরলেন সকলে, সেই টাকা পরিশোধ করতেও এখন বছর ঘুরবে বলেই জানালেন কাশ্মীর থেকে ফেরা পর্যটক গুপী মজুমদার।