আরও পড়ুন: রাস্তার কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, নেটদুনিয়াকে করেছে দ্বিধাবিভক্ত, জানুন আসল কারণ
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পাঁচজন সদস্য ভাগীরথীর একটি ঘাটে স্নান করতে নামেন। তাঁদের মধ্যে ছিলেন অনির্বাণ রায়ও। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই আচমকা অনির্বাণ স্রোতে ভেসে যেতে শুরু করেন। জানা যায়, তিনি সাঁতার জানতেন না। বিপদে পড়া অনির্বাণকে বাঁচাতে গিয়ে বাকি চারজনও স্রোতের কবলে পড়ে তলিয়ে যেতে থাকেন।
advertisement
ঘাটে উপস্থিত মানুষজনের চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। প্রাণপণ চেষ্টায় ও স্থানীয়দের সহযোগিতায় চারজনকে উদ্ধার করা হয়, তড়িঘড়ি কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে স্বপন বিশ্বাস নামে এক ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে প্রচেষ্টা সত্ত্বেও এখনও অনির্বাণকে খুঁজে পাওয়া যায়নি। জানা গিয়েছে, তাঁরা হাওড়া থেকে মহিষমর্দিনী পূজা উপলক্ষে বেড়াতে এসেছিলেন। থাকছিলেন হাট কালনা পঞ্চায়েতের শিবাজি নগরে স্বপন বিশ্বাসের বাড়িতে। সেখান থেকেই তাঁরা দুপুরে গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন। কিন্তু আনন্দঘন ভ্রমণ মুহূর্তের মধ্যে পরিণত হয় চরম ট্র্যাজেডিতে।
ঘটনার পর থেকে পুরাতন হাট ভাটা সংলগ্ন ঘাট এলাকায় নেমে এসেছে গভীর শোক। অনির্বাণের পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। স্থানীয়রা নদীতে নেমে তাঁর খোঁজ চালিয়ে যাচ্ছেন, পাশাপাশি পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধারকাজ চালাচ্ছে। আনন্দের মাঝেই এভাবে এক তরতাজা প্রাণ নদীর স্রোতে হারিয়ে যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে গভীর বিষাদের ছায়া। পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর একটাই প্রার্থনা, যেন অনির্বাণ দ্রুত ফিরে আসে জীবিত অবস্থায়।