TRENDING:

Amazonica in Bardhaman: বিশালাকৃতির পাতা, সইতে পারে ১৫ কেজি ওজন, বিশ্বজুড়ে বিখ্যাত! দক্ষিণ আমেরিকার সেই জলজ উদ্ভিদ এবার দেখা যাবে বর্ধমানে

Last Updated:

দক্ষিণ আমেরিকার অ্যামাজন হ্রদের ভিক্টোরিয়া অ্যামাজনিকা রয়েছে এখন বর্ধমানেই। এই জলজ উদ্ভিদের বিশাল আকৃতির পাতা ভার বহন করতে পারে প্রায় ১০ থেকে ১৫ কেজি পর্যন্ত, যা দেখলে অবাক হবেন আপনিও। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান, সায়নী সরকার: দক্ষিণ আমেরিকার অ্যামাজন হ্রদের ভিক্টোরিয়া অ্যামাজনিকা রয়েছে এখন বর্ধমানেই। এই জলজ উদ্ভিদের বিশাল আকৃতির পাতা ভার বহন করতে পারে প্রায় ১০ থেকে ১৫ কেজি পর্যন্ত, যা দেখলে অবাক হবেন আপনিও। পশ্চিমবঙ্গের মধ্যে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের পর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পরমনাথ ভাদুড়ী ক্রপ রিসার্চ অ্যান্ড সিড মাল্টিপ্লিকেশন ফার্মেই রয়েছে এই উদ্ভিদ।
advertisement

এই উদ্ভিদ সাধারণত দেখা যায় দক্ষিণ আমেরিকার অ্যামাজন হ্রদে। এই ফুলগুলি সাধারণ লিলির মতো নয়, তাই ভিক্টোরিয়া আমাজোনিকাকে বলা হয় জায়েন্ট লিলি।জানা যায়, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের পর রাজ্যের মধ্যে প্রথম ‘জায়েন্ট লিলি’ লাগানো হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। বোটানিক্যাল সার্ভে অফ্ ইন্ডিয়া’র সৌজন্যে পাওয়া এই অতিকায় লিলি বা ভিক্টোরিয়া আমাজনিকা ২০১৬ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফার্ম-এ প্রথম রোপণ করা হয়।

advertisement

আরও পড়ুন: সিউড়ি সদর হাসপাতালের সিটি স্ক্যানে বৈপ্লবিক পরিবর্তন! বসল মডার্ন মেশিন, খরচ শুনে স্বস্তি রোগীদের

View More

এর ফুলেও রয়েছে বিশেষত্ব, সকালে ফুল ফোটার সময় এর রঙ থাকে সাদা, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এটি হালকা গোলাপি রঙ ধারণ করে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শিখা দত্ত জানান, দেখতে ভীষণ সুন্দর, শোভা বর্ধনকারী কিন্তু এই গাছ অন্যান্য গাছকে পাশাপাশি বেড়ে উঠতে দেয় না। ভিক্টোরিয়া অ্যামাজোনিকা যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার কাজে লাগছে, ঠিক তেমনই পর্যটকরাও আকর্ষিত হন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
রসে টইটুম্বুর 'রসগোল্লা'...! বাঙালির প্রিয় 'মিষ্টি' এবার ২০ দুর্ধর্ষ স্বাদে, জানুন ঠিকানা!
আরও দেখুন

এই বিরল ও বিশাল আকৃতির জলজ উদ্ভিদ ভিক্টোরিয়া অ্যামাজোনিকা শুধু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শোভাই বাড়াচ্ছে না, বরং এটি হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। দক্ষিণ আমেরিকার আমাজন থেকে আসা এই ‘জায়েন্ট লিলি’ একইসঙ্গে প্রকৃতিপ্রেমী এবং পর্যটকদের জন্য এক বিশাল আকর্ষণ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Amazonica in Bardhaman: বিশালাকৃতির পাতা, সইতে পারে ১৫ কেজি ওজন, বিশ্বজুড়ে বিখ্যাত! দক্ষিণ আমেরিকার সেই জলজ উদ্ভিদ এবার দেখা যাবে বর্ধমানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল