বসন্তোৎসব সুষ্ঠু ভাবে মিটলেও, পর্যাপ্ত পরিকল্পনার অভাবে অনুষ্ঠান পরবর্তী বিশৃঙ্খলা সামলাতে ব্যর্থ বিশ্বভারতী ও পুলিশ-প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়।
উপচে পড়া ভিড়ে পার্কিং সমস্যায় ব্যাপক যানজট তৈরি হয়। পার্কিং জোন চিহ্নিত করা নিয়ে পরিকল্পনার অভাব ছিল চোখে পড়ার মতো। মানুষের সুবিধা জন্য পার্কিং কাছে এনে বিপত্তি আরও বাড়ে। অনুষ্ঠান চলাকালীন আশ্রম মাঠের পিছন দিকে অত্যাধিক ভিড় হওয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেই ভিড় সামাল দেওয়ার মতো পর্যাপ্ত পুলিশকর্মী ছিলেন না। বহু ব্যারিকেড ভেঙে দেন বহিরাগতরা। চড়া রোদের কারণে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই ফিরতে শুরু করেন অনেকে। সেই সময় ওই একই রাস্তা দিয়ে বহু মানুষ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসার চেষ্টা করলে পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়। ক্যাম্পাসে ঢোকার গেটগুলিতে মারাত্মক বিশৃঙ্খলা দেখা দেয়। পূর্বপল্লি মেলার মাঠের উল্টো দিকের গেট দিয়ে বহু লোক হুড়মুড় করে বের হতে গিয়ে পড়ে যায়। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
advertisement
অন্য দিকে, বসন্তোৎসবের অনুষ্ঠান শেষ হওয়ার পর পরই ভিভিআইপিদের গাড়ি রওনা দেয়। একই সঙ্গে প্রচুর মানুষ রাস্তায় নেমে পড়ায়, ট্র্যাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত শান্তিনিকেতন থেকে বোলপুর স্টেশন পর্যন্ত সম্পূর্ণ অচল হয়ে যায়। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বভারতী বসন্তোৎসবের জন্য মোট ১২০০ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। তবে তার একটা বড় অংশই অন্য জেলা থেকে আনা। সেই বিশৃঙ্খলার ভিডিওই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে ৷ যা দেখে আঁতকে উঠছে নেটিজেনরা ৷
