TRENDING:

'হুল্লোড় করতে করতেই...', ৪ বন্ধু উঠলেও সমুদ্রস্নানে তলিয়ে গেল নিত্যানন্দ! বকখালিতে ভয়াবহ কাণ্ড

Last Updated:

সমুদ্রের উত্তাল ঢেউয়ে বকখালিতে তলিয়ে গেলেন এক যুবক। এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার এমন ঘটনা। এখনও খোঁজ চলছে ওই পর্যটকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বকখালি: সমুদ্রের উত্তাল ঢেউয়ে বকখালিতে তলিয়ে গেলেন এক যুবক। এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার এই ঘটনা ঘটল। পুলিশ সূত্রে খবর ওই যুবকের নাম নিত্যানন্দ পাল (২৬)।
চলছে তল্লাশি 
চলছে তল্লাশি 
advertisement

সূত্রের খবর, নিত্যানন্দ ও তাঁর চার বন্ধু মিলে বকখালিতে বেড়াতে এসেছিলেন। দুপুরে পাঁচ বন্ধু মিলে সমুদ্রস্নান করতে নামেন। এরপর সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে নিত‌্যানন্দ তলিয়ে যান।

তখনই পাঁচজনের মধ্যে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বাকিরা খোঁজাখুঁজি শুরু করেন। না পেয়ে ফ্রেজারগঞ্জ থানায় ঘটনাটি জানান তাঁরা। জানা যায়, হারিয়ে যাওয়া ওই যুবকের নাম নিত্যানন্দ পাল, বয়স ২৬। বাড়ি হাবরা থানার গুমা এলাকায়।

advertisement

আরও পড়ুন: বিনিয়োগের নামে ১,৭১,০০,০০০ টাকার​​ জালিয়াতি! বিধাননগরে মারাত্মক জালচক্রের হদিশ, সাবধান

View More

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিদীপ সাহা-সহ ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ প্রশাসন তল্লাশির কাজ শুরু করেন। বর্তমানে সুন্দরবন পুলিশ জেলার এফআইবি বোট নিয়ে নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ওই যুবকের খোঁজ মেলেনি।

advertisement

এর আগে চলতি মাসের ১৪ তারিখে বকখালিতে এমনই এক ঘটনা ঘটে। স্নান করতে নেমে বকখালি সমুদ্র সৈকতে জোয়ারের জলে তলিয়ে যায় এক পর্যটক। পরে সেই দেহ উদ্ধার হয় পাতিবুনিয়ার কাছ থেকে।

আরও পড়ুন: রাজ্যে লাগামছাড়া চালের দাম! বাঙালি খাবে কী! ধরা পড়ে গেল দামবৃদ্ধির বড় কারণ! মুখ খুললেন কৃষিমন্ত্রী

advertisement

এদিকে একাধিকবার এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা করে পর্যটকেরা কেন সমুদ্রে নামছে সেই নিয়ে আক্ষেপ করেছেন স্থানীয়রা। নিখোঁজ যুবকের খোঁজে সবরকমভাবে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নিখোঁজ যুবকের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সময় ঠিক কী হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিজে উপস্থিত থেকে সমস্ত তল্লাশি কাজ চালাচ্ছেন বলে জানা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রীতি মেনে নৈহাটি বড় মা কালীর পুজো! লক্ষাধিক ভক্তদের মাঝে চলছে প্রসাদ বিতরণ
আরও দেখুন

 নবাব মল্লিক 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'হুল্লোড় করতে করতেই...', ৪ বন্ধু উঠলেও সমুদ্রস্নানে তলিয়ে গেল নিত্যানন্দ! বকখালিতে ভয়াবহ কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল