সূত্রের খবর, নিত্যানন্দ ও তাঁর চার বন্ধু মিলে বকখালিতে বেড়াতে এসেছিলেন। দুপুরে পাঁচ বন্ধু মিলে সমুদ্রস্নান করতে নামেন। এরপর সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে নিত্যানন্দ তলিয়ে যান।
তখনই পাঁচজনের মধ্যে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বাকিরা খোঁজাখুঁজি শুরু করেন। না পেয়ে ফ্রেজারগঞ্জ থানায় ঘটনাটি জানান তাঁরা। জানা যায়, হারিয়ে যাওয়া ওই যুবকের নাম নিত্যানন্দ পাল, বয়স ২৬। বাড়ি হাবরা থানার গুমা এলাকায়।
advertisement
আরও পড়ুন: বিনিয়োগের নামে ১,৭১,০০,০০০ টাকার জালিয়াতি! বিধাননগরে মারাত্মক জালচক্রের হদিশ, সাবধান
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিদীপ সাহা-সহ ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ প্রশাসন তল্লাশির কাজ শুরু করেন। বর্তমানে সুন্দরবন পুলিশ জেলার এফআইবি বোট নিয়ে নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ওই যুবকের খোঁজ মেলেনি।
এর আগে চলতি মাসের ১৪ তারিখে বকখালিতে এমনই এক ঘটনা ঘটে। স্নান করতে নেমে বকখালি সমুদ্র সৈকতে জোয়ারের জলে তলিয়ে যায় এক পর্যটক। পরে সেই দেহ উদ্ধার হয় পাতিবুনিয়ার কাছ থেকে।
এদিকে একাধিকবার এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা করে পর্যটকেরা কেন সমুদ্রে নামছে সেই নিয়ে আক্ষেপ করেছেন স্থানীয়রা। নিখোঁজ যুবকের খোঁজে সবরকমভাবে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নিখোঁজ যুবকের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সময় ঠিক কী হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিজে উপস্থিত থেকে সমস্ত তল্লাশি কাজ চালাচ্ছেন বলে জানা গিয়েছে।
নবাব মল্লিক