TRENDING:

Tourism: কলকাতার পাশেই লাল-হলুদ পলাশের জঙ্গল, কোথায় জানেন? রঙদোলে হারিয়ে যান

Last Updated:

Tourism: গাছে গাছে লাল হলুদ পলাশের থোকা, হাওড়ায় ছোট্ট পলাশ জঙ্গল, এই বসন্তে গাছে গাছে ফুলের থোকা সৌন্দর্য উপভোগ করতে মানুষ ভিড় জমাচ্ছে সেখানে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: হাওড়া-পুরুলিয়া এক সুতোয় বেঁধেছে শীত শেষে বসন্ত! বসন্তের পুরুলিয়ার সৌন্দর্য উপভোগ করার একফালি সুযোগ মিলছে হাওড়ার মাটিতে। এখানে পলাশের ছোট্ট জঙ্গলে বসন্ত উৎসবে মেতে উঠেছে মানুষ। সময়ের অভাবে পুরুলিয়া পৌঁছনো যাদের কাছে অসম্ভব প্রায়। তেমন মানুষ ঘণ্টা কয়েকের সময় নিয়ে ঢুঁ মারছে হাওড়ার পলাশবনে। লাল, হলুদ সারি সারি পলাশের গাছ মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে খোলা আকাশের নিচে। কংক্রিটের রাস্তার দু-ধারে সবুজের বন। নানা গাছ সঙ্গে বেশিরভাগ পলাশ গাছ।
advertisement

শীত শেষ হতেই পাতা ঝরা গাছে লাল হলুদ ফুলের থোকা গাছে গাছে। এক অপরূপ দৃশ্য, চোখ জুড়িয়ে যায়। সেই দৃশ্য উপভোগ করতেই মানুষ শুধু পুরুলিয়া ছুটে যান। অনেকটা সেই সুযোগ নাগালের মধ্যে পেয়ে ভীষণভাবে উৎসাহিত মানুষ।

আরও পড়ুনঃ পিসি শাশুড়িকে খুনের আগে-পরে কী কী ঘটিয়েছিল ফাল্গুনী ও আরতি? ঠিক কখন আচমকা হামলা! পুনর্নির্মাণ হাড়হিম তথ্য ফাঁস

advertisement

গাছের নিচে শুকনো পাতা আগাছার উপর পড়ে লাল হলুদ পলাশ। সব মিলিয়ে এক অন্য দৃশ্য হাওড়ার মাটিতে। কংক্রিটের শহরে হুগলি নদীর অদূরে এই স্থান অনেকখানি পুরুলিয়ার প্রকৃতিকে মনে করিয়ে দেয়। যেকারনে ভিড় জমাচ্ছেন ৮-৮০ বয়সের মানুষ। এই পলাশের ছোট্ট জঙ্গলে রঙিন আবির আর নাচে গানে বসন্ত উৎসবে মেতে উঠছে মানুষ। এ যেন বসন্তের শান্তি নিকেতনের এক ফালি ছবি ধরা পড়ছে।

advertisement

View More

ছোট-বড় গাছে যত ফুলের থোকা দেখা মিলছে। ততই যেন মানুষের বাড়ছে ভিড় এখানে। প্রতিদিন দুপুর হলেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছে বেলুড় ইএসআই হাসপাতাল চত্বরে। কর্মব্যস্ততার মধ্যে হাতে অল্প সময়ে এই বসন্তের আবহে মন ভাল করতে কে-না চায়। তাই হাতের কাছে এই সুযোগ হাত ছাড়া করতে নারাজ অনেকেই। তাই ঝাঁকে ঝাঁকে মানুষ পৌঁছাচ্ছেন। বন্ধুবান্ধব প্রিয়জন মিলে মিশে বসন্ত উৎসবে মেতে উঠছেন এই পলাশ বনে।

advertisement

আরও পড়ুনঃ ঘরোয়া টোটকায় কুপোকাত ‘পাইলস’! যন্ত্রণা রক্তপাত থেকে ‘মুক্তি’! জানুন কতটা, কীভাবে, কখন ব্যবহারে ‘বেস্ট’ ফল

কেউ গাছের তলা শুকনো পাতার উপর থেকে লাল হলুদ পলাশ তলে মালা গাঁথছেন। আবার কেউ চুলের খোপা অথবা মাথায় মুকুটের ন্যায় জড়িয়ে নিচ্ছেন পলাশ। এই পলাশ বনে, সেলফি তোলার হিড়িক তো রয়েছে। আবার লেন্স বন্দি করতে হাজির হচ্ছেন বহু ফটোগ্রাফার। সব মিলিয়ে বেলুড় ইএসআই হাসপাতাল এই বসন্তে হয়ে উঠেছে পলাশ ও প্রকৃতিপ্রেমী মানুষের ঠিকানা।

advertisement

এখানে আসা পর্যটক কেন্দ্র করে দু’একখানা মুখরচোখ খাবারের দোকানও হাজির। যা আরও উৎসাহ বাড়িয়ে দিচ্ছে মানুষের। এখানে আসা মানুষের কথায় জানা যায়, এক কথায় মন ভরে যাচ্ছে। কর্ম ব্যস্ততার মধ্যে থেকেও পলাশের সৌন্দর্য উপভোগ করার অভিজ্ঞতা অন্য একটা তৃপ্তি। কাজের চাপ বা নানা কারণে, পুরুলিয়া যাদের যাবার সুযোগ হয়ে ওঠে না। তাদের জন্য এই বসন্তের আনন্দ উপভোগ করার আদর্শ স্থান হাতের কাছে। কেউ জানাচ্ছেন, দিন কয়েক আগে পলাশের সাম্রাজ্য পুরুলিয়া ঘুরেছেন তখনও সেখানে সব গাছে ফুল ধরেনি। নিরাশ হয়েই ফিরত হয়েছে বাড়ি। তবে বেলুড়ের এই ছোট্ট জঙ্গলে গাছে গাছে লাল হলুদ পলাশ দেখে মুগ্ধ করেছে মন।

ছোট বড় অসংখ্য পলাশ গাছ। যত দিন গড়াবে গাছ পরিণত হয়ে বাড়বে ফুল ফোটার গাছের সংখ্যা। তাই আগামী দিন বলা যেতে পারে আরও আকর্ষণীয় হতে চলেছে এই পলাশের জঙ্গল। বেলুড় স্টেশন থেকে খুব কাছেই, আবার জিটি রোডের সামান্য দূরত্বে হাওড়া বেলুড়ের পলাশের এই ছোট্ট জঙ্গল।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tourism: কলকাতার পাশেই লাল-হলুদ পলাশের জঙ্গল, কোথায় জানেন? রঙদোলে হারিয়ে যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল