গত সোমবার মাটিয়া থানার সাংবেড়িয়া গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে বাড়িতে ফিরছিলেন রিম্পা মণ্ডল। বসিরহাটের চকফারাসাতপুর এলাকায় বাড়িতে ফেরার জন্য বসিরহাটের চাঁপাপুকুর পঞ্চায়েত এলাকার সামনে থেকে টোটোয় ওঠেন ওই মহিলা। গাড়িতে উঠে শিশু কোলে নিয়ে সামলাতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। বাড়ির কাছে এসে শিশুকে নিয়ে তিনি টোটো থেকে নেমে পড়েন।
আরও পড়ুন: গভীর জঙ্গলে একদল মহিলার কীর্তি, এমন ঘটনা বীরভূমে সচরাচর ঘটেনি!
advertisement
টোটোতে পড়ে থাকে তার হাতে থাকা ব্যাগটি। বসিরহাট চৌমাথা এলাকার বাসিন্দা টোটো চালক সুজিত ভট্টাচার্য্য বাড়িতে ফিরে দেখেন টোটোতে পড়ে আছে একটি ব্যাগ। তিনি সেটিকে স্থানীয় টোটো ইউনিয়নে জমা দেন। ব্যাগটি খুলে দেখা যায় যে তার ভিতরে বেশ কিছু সোনার গহনা আছে। আনুমানিক সোনার গহনার মূল্য আড়াই লক্ষ টাকার উপরে । এরপরই টোটো ইউনিয়নের তরফ থেকে বসিরহাট থানায় যোগাযোগ করা হয়।
আরও পড়ুন: দরিদ্র মেধাবী পড়ুয়াদের পাশে রাজ্য, স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে কড়া নির্দেশ
বসিরহাট থানার পক্ষ থেকে ওই যাত্রীকে খুঁজে বের করে তার হাতে এদিন ব্যাগে থাকা নগদ টাকা ও সোনাদানা তুলে দেওয়া হয়। নিজের গাহনা খুঁজে পেয়ে রিম্পা মন্ডল পুলিশ ও টোটো চালককে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফেরেন।