টোটো চালকের এমন হঠাৎ মৃত্যুতে রীতিমত বিচলিত বাঁকুড়া শহরের মানুষজন। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, টোটো চালক শোভন শহর লাগোয়া আঁচুড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থাকতেন। অন্যান্য দিনের মত মঙ্গলবারও তিনি টোটো নিয়ে শহরে যান। দুপুর নাগাদ প্রবল গরমে তৃষ্ণার্ত হয়ে পড়েন ওই যুবক। তাই শহরের পাঁচবাগা এলাকার একটি নলকূপের জল পান করেন। এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি।
advertisement
আরও পড়ুন: গত বছরের দুঃসহ স্মৃতি আজও টাটকা, বর্ষা আসতেই তিস্তার আগ্রাসীর রূপ নিয়ে চিন্তা
বাঁকুড়ার উপ-পুরপ্রধান হীরালাল চট্টরাজ সহ স্থানীয় বাসিন্দারা ওই অসুস্থ যুবককে চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে বাঁকুড়া পুরসভার উপ-পুরপ্রধান জানান, অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
নীলাঞ্জন ব্যানার্জী