নদিয়ার চাকদহের অলিতে গলিতে এবার থেকে দেখা যাবে এই টোটো অ্যাম্বুলেন্স। চাকদহ শহরের ছয় নম্বর ওয়ার্ডের তিন নম্বর দুর্গানগর বয়েজ ক্লাবের পাশে রবীন্দ্রনাথ পোদ্দার তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই টোটো অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকদহ পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস, চাকদহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায় -সহ একাধিক মানুষজন।
advertisement
তিন চাকার একটি ব্যাটারি চালিত বাহনকে এভাবে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করাতে তাজ্জব হয়ে গিয়েছেন সকলেই। এই অ্যাম্বুলেন্স তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য হল, চাকদহ শহরের এমন অনেক ছোট ছোট অলিগলি রয়েছে যেখানে ঠিকমতো চার চাকা কোন গাড়ি পৌঁছাতে পারে না। যেই কারণে সেই সমস্ত এলাকার মুমূর্ষু রোগীদের হাসপাতালে চিকিৎসার জন্য যেতে বিলম্ব হয়। সেই কারণেই পেশায় শিল্পী রবীন্দ্রনাথ পোদ্দার এই টোটো অ্যাম্বুলেন্সটি বানান এবং উদ্বোধন করেন।
তবে আসল বিষয় হল সঠিক সময়ে যখন এই অ্যাম্বুলেন্স এর দরকার পড়বে তখন চালক কে হবেন, এ বিষয়ে পাড়ার অনেকেই এগিয়ে এসেছেন। তারা জানান যার যখন সময় হবে তারাই দায়িত্ব করে মুমূর্ষু রোগীদের নিয়ে যাবে এই টোটো অ্যাম্বুলেন্স করে হাসপাতালে। স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথ বাবুর এই মহান উদ্যোগে উপকৃত হল গোটা চাকদহবাসী।
Mainak Debnath