TRENDING:

Nadia News: হর্ন বাজিয়ে ছুটে আসছে টোটো! চাকদহের অলিতে গলিতে তারপরই যা ঘটছে...

Last Updated:

Nadia News: সাধারণ একটি অ্যাম্বুলেন্সে যেই সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম যেমন অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে স্ট্রেচার সমস্ত কিছুই মিলবে এই টোটোর মধ্যে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: দূর থেকে সাইরেন বাজিয়ে ছুটে আসছে একটি টোটো। একটু কাছে আসলেই বোঝা যাবে আর পাঁচটি সাধারণ টোটোর মতো এটি নয়। এই টোটো সাধারণ যাত্রীকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর জন্যই এই টোটো এসেছে। সাধারণ একটি অ্যাম্বুলেন্সে যেই সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম যেমন অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে স্ট্রেচার সমস্ত কিছুই মিলবে এই টোটোর মধ্যে।
advertisement

নদিয়ার চাকদহের অলিতে গলিতে এবার থেকে দেখা যাবে এই টোটো অ্যাম্বুলেন্স। চাকদহ শহরের ছয় নম্বর ওয়ার্ডের তিন নম্বর দুর্গানগর বয়েজ ক্লাবের পাশে রবীন্দ্রনাথ পোদ্দার তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই টোটো অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকদহ পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস, চাকদহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায় -সহ একাধিক মানুষজন।

advertisement

আরও পড়ুন-অসহ্য নরকযন্ত্রণা…! রাত হলেই চলত স্বামীর শারীরিক নির্যাতন, ৩ সন্তানের বাবাকে বিয়ে করে অকালে জীবনটাই শেষ বলি নায়িকার, চিনতে পারলেন?

তিন চাকার একটি ব্যাটারি চালিত বাহনকে এভাবে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করাতে তাজ্জব হয়ে গিয়েছেন সকলেই। এই অ্যাম্বুলেন্স তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য হল, চাকদহ শহরের এমন অনেক ছোট ছোট অলিগলি রয়েছে যেখানে ঠিকমতো চার চাকা কোন গাড়ি পৌঁছাতে পারে না। যেই কারণে সেই সমস্ত এলাকার মুমূর্ষু রোগীদের হাসপাতালে চিকিৎসার জন্য যেতে বিলম্ব হয়। সেই কারণেই পেশায় শিল্পী রবীন্দ্রনাথ পোদ্দার এই টোটো অ্যাম্বুলেন্সটি বানান এবং উদ্বোধন করেন।

advertisement

আরও পড়ুন-অর্জুনের সঙ্গে লিভ-ইন, সহবাস অতীত! IPL ম্যাচে পাশে বসেই…! এই ক্রিকেটারের সঙ্গেই নাকি ডেট করছেন মালাইকা? ছবি ভাইরাল

তবে আসল বিষয় হল সঠিক সময়ে যখন এই অ্যাম্বুলেন্স এর দরকার পড়বে তখন চালক কে হবেন, এ বিষয়ে পাড়ার অনেকেই এগিয়ে এসেছেন। তারা জানান যার যখন সময় হবে তারাই দায়িত্ব করে মুমূর্ষু রোগীদের নিয়ে যাবে এই টোটো অ্যাম্বুলেন্স করে হাসপাতালে। স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথ বাবুর এই মহান উদ্যোগে উপকৃত হল গোটা চাকদহবাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় শুরু ক্রিসমাস ফেস্টিভ্যাল! পর্যটকদের জন্য বড়দিনের বড় আকর্ষণ
আরও দেখুন

Mainak Debnath

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: হর্ন বাজিয়ে ছুটে আসছে টোটো! চাকদহের অলিতে গলিতে তারপরই যা ঘটছে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল