এই ঘটনার পর টোটো চালকের শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামের বাসিন্দারা। পরিবার সূত্রে জানা গিয়েছে, কুরশিয়া সেদিন মায়ের সঙ্গে ওষুধ আনতে গিয়েছিল। ওষুধ নিয়ে রাস্তা পেরিয়ে যাওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি টোটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি শিশুটিকে ধাক্কা মারে এবং তার ওপর দিয়ে চলে যায় টোটো।
আরও পড়ুন: কাঁপিয়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস বাংলার ৮ জেলায়, বাজের সতর্কতা জারি! ওয়েদার আপডেট জানুন
advertisement
গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসার অবনতি হলে সেখান থেকে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হলে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় কুরশিয়ার। শিশু কন্যার মৃত্যুর খবর বাড়িতে আসতেই কান্নার রোল তৈরি হয় গোটা বাড়ি সহ গ্রাম জুড়ে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ, পুরনো চাকরি ফিরে পাচ্ছেন ৪২০০ চাকরিহারা! ছাড়পত্র শিক্ষা দফতরের
ময়নাতদন্তের পর বাড়িতে ফেরে তার মৃতদেহ। পরিবারের তিন কন্যার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিল কুরশিয়া। হঠাৎ এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবার ও এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন শিশুটির বাবা-মা থেকে শুরু করে আত্মীয়-স্বজনেরা। শহর ও গ্রাম এলাকায় বেপরোয়া টোটোর গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। পুলিশ জানিয়েছে, ঘাতক টোটো সহ চালককে আটক করা হয়েছে।