TRENDING:

North 24 Parganas News: সীমান্ত শহর বনগাঁর হাসপাতালে জটিল অস্ত্রোপচারে সাফল্য, চিকিৎসা পরিষেবায় আশার আলো

Last Updated:

সীমান্ত শহর বনগাঁর হাসপাতালে জটিল অস্ত্রোপচারে সাফল্য, চিকিৎসা পরিষেবায় আশার আলো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্র নারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: সীমান্ত শহর বনগাঁর হাসপাতালে জটিল অস্ত্রোপ্রচারে মিলল সাফল্য। এক মহিলার টোটাল হিপ রিপ্লেসমেন্ট সম্পন্ন হল কলকাতা নয়, বনগাঁ মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালের অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ স্বপন মন্ডল ও  হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াইয়ের(আনাস্থেটিস) তত্বাবধানে এই জটিল অস্ত্রোপ্রচার সম্পন্ন হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অপারেশনের পর রোগী এখন পুরোপুরি সুস্থ। অতীতে এ ধরনের অপারেশনের জন্য বনগাঁবাসীদের যেতে হত কলকাতায়, এবার এই সাফল্যের মধ্যে দিয়ে যেন চিকিৎসা ক্ষেত্রেও অগ্রগতি মিলল সীমান্ত শহরে।
advertisement

চিকিৎসকদের মতে, টোটাল হিপ রিপ্লেসমেন্ট হলেও এই অস্ত্রোপচার ছিল অন্তিম পর্যায়ের। যা অত্যাধুনিক পরিকাঠামো ছাড়া সম্ভব নয়। ফলে এই সাফল্যে, আগামীতে এমন নানা চিকিৎসা ও অপারেশনের সুবিতা মিলবে সীমান্ত এলাকার হাসপাতালেই। জানা যায়, নদিয়ার গাংনাপুরের বাসিন্দা বছর ৩৫ এর জ্যোৎস্না দাসের পড়ে গিয়ে হিপ জয়েন্টের হার সরে যায়। আর্থিক অবস্থা ভাল না থাকায় চিকিৎসকরা সিদ্ধান্ত নেন তাঁকে বনগাঁ হাসপাতালে ভর্তি করেই অপারেশন করার। এরপরই হাসপাতাল সুপার, নার্স ও সহকারীদের সাহায্যে জটিল এই অপারেশন সম্পন্ন হয়। হাসপাতালের এই সাফল্যে আগামী দিনে প্রত্যন্ত এলাকার মানুষদের চিকিৎসা পরিষেবায় বিশেষ সাহায্য করবে বলেই মত সচেতন নাগরিকদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সীমান্ত শহর বনগাঁর হাসপাতালে জটিল অস্ত্রোপচারে সাফল্য, চিকিৎসা পরিষেবায় আশার আলো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল