এমএলএ কাপের প্রথম দিনে খেলা ছিল চুঁচুড়া পেয়ারা বাগান বনাম উত্তরপাড়ার নেতাজি ব্রিগেডের। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ গোলে। তারপরে টাইব্রেকার। তাতেও ফয়সালা না হওয়ায় সাডেন ডেথ। শেষমেশ মোট গোল হয়েছে ২৯টি! চুঁচুড়ার পেয়ারাবাগান কোচিং সেন্টারকে ১৫-১৪ ব্যবধানে হারায় উত্তরপাড়ার নেতাজি ব্রিগেড। স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া ময়দানে এমএলএ কাপ ফুটবলে বুধবার টাইব্রেকার পর্ব টানটান উত্তেজনায় উপভোগ করলেন খেলোয়াড় থেকে দর্শক।
advertisement
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল পেয়ারাবাগান। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় উত্তরপাড়া ব্রিগেড। টাইব্রেকারে প্রথম ৫টি করে শটে দু’দলই ৩টি করে গোল করে। সাডেন ডেথে দু’দলেরই একের পর এক শট বিপক্ষের জালে জড়াতে থাকে। পেয়ারাবাগানের ১২ নম্বর গোলের বাইরে যেতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন নেতাজি ব্রিগেডের ফুটবলাররা।
আরও পড়ুনঃ IND vs AUS: শুভমান গিল কেন বাদ পড়লেন বক্সিং ডে টেস্ট থেকে? অবশেষে জানা গেল কারণ!
হুগলি জেলা ক্রীড়া সংস্থার এক আধিকারিক জানান,”অনেক উত্তেজনাপূর্ণ সাডেন ডেথ দেখেছি। তবে এত গোল দেখিনি।” সব মিলিয়ে বুধবার এমএলএ কাপের এই ফুটবল ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে সমস্ত দর্শকদের কাছে।
রাহী হালদার






